শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

News Headline :
মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্যামনগরে গাছের সাথে ধাক্কা খেয়ে সড়কে ভ্যান চালকের মৃত্যু রাজশাহীর মোহনপুরে মদ পানে ৩ জনের মৃত্যু, গ্রেফতার ২ রাজশাহী মহানগর বিএনপি’র সাতটি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা যানজট নিরসন দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে আরএমপি’র মতবিনিময় সভা শ্যামনগরে এবার কৃষকরা আমন ধানের আশানুরুপ ফলন পেয়েছে পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ১জন আহত শাজাহানপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মান্দায় বিল উন্মুক্তের দাবিতে জেলেদের সংবাদ সম্মেলন সভাপতির স্বৈরাচারী আচরন স্বজনপ্রীতি ও দুর্নীতিতে পাবনা শহর সমাজ সেবা কার্যালয়ের কার্যক্রম স্থবির

জুড়ীর কমলা চাষিদের আশা হতাশায় রুপান্তরিত

Reading Time: 3 minutes

মোঃ মাহমুদ উদ্দিন,জুড়ী মৌলভীবাজার:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পাহাড়ি টিলা ও সমতল ভূমিতে চাষিরা গড়ে তুলেছেন কমলার বাগান। বাগানের ছোটবড় গাছে গাছে দোল খাচ্ছে পাকাঁ ও আদাপাকাঁ কমলা লেবু। তবে এবারে সময়মত বৃষ্টিপাত না হওয়ায় ও সেচের অভাবে খরায় ঝরছে অসংখ্য ফুল ও ফল। এছাড়াও চলতি মৌসুমে পোকামাকড় ও রোগবালাইও ছিল উল্লেখ্য যোগ্য। পাহাড়ি অঞ্চলের বেশির ভাগ বাগানে গান্ধি পোকার আক্রমণে অসংখ্য ছোট বড় কমলা অসময়ে ঝরে পড়ছে। যার কারণে এবারে চাষিদের আশা হতাশায় রুপান্তরিত হয়েছে। তবে কিছু কিছু কৃষক পোকামাকড় নিধনে “সেক্সফরমুনফাঁক ও আলোক ফাঁদ” পদ্ধতি ব্যবহার করছেন। এ পদ্ধতি ব্যবহার করে অন্যান্য পোকামাকড় দমন করা গেলেও গান্ধি পোকা দমন করা যায়নি। ফলে এবারে আশানুরূপ ফলন পাওয়া সম্ভব হবে না। উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়েনের লালছড়া, শুকনাছড়া, ডোমাবাড়ি, লাঠিটিলা, লাঠিছড়া,হায়াছড়া,কচুরগুল। সাগরনালস ইউনিয়নের পুটিছড়া ও পূর্বজুড়ী ইউনিয়নের বিনোদপুর, দূর্গাপুর,জামকান্দি, ছোট ধামাই গ্রামে এবং জায়ফরনগর ইউনিয়নের বাহাদুরপুরসহ অন্যান্য গ্রামের টিলা বাড়িগুলোতে রয়েছে কমলা বাগান। আবহাওয়া অনুকুলে থাকলে ও সঠিকভাবে পরিচর্যায় এক একটি বাগান থেকে প্রতি বছর ৫-৮ লাক্ষ টাকার ফলন বাজারজাত করা সম্ভব। দেশে লেবুজাতীয় ফসলের সংকট ও ভিটামিন (সি) মোকাবেলা করতে ও বিদেশ থেকে কমলা আমদানি রোধ করতে অর্থাৎ, কমলা উৎপাদনে দেশে স্থানীয় কৃষকদের প্রশিক্ষণের আওতায় নিয়ে সঠিক নিয়ম পর্যাবেক্ষণ করে উৎপাদনে বাড়ানোর জন্য চেষ্টা করছে কৃষি সম্প্রারণ অধিদফতর। উপজেলা কৃষিঅফিস সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন অঞ্চলে ৯৬.৫ হেক্টর জমিতে প্রায় ৯৫টি কমলা বাগান রয়েছে। তন্মধ্যে গোয়ালবাড়ি ইউপিতে ৬২ হেক্টর। অত্রাঞ্চলের অধিকাংশ কমলা খাঁসি ও নাগপুরি জাতের আবাদ হচ্ছে। সম্প্রতি জুড়ীতে নতুন দুই জাত কমলা উদ্ভাবন করা হয়েছে বারি-১ ও বারি-৩ জাতের। হায়াছড়া গ্রামের সুনামধন্য কমলা চাষি মৃত ইব্রাহীম আলীর স্ত্রী হালিমা বেগম বলেন, এক সময় ভাতর থেকে কমলা আমদানি করা হতো। তখন জুড়ীর ফলনকৃত কমলা চাষীরা চুরি করে বিক্রি করতেন। কারণ রাস্তায় ভারতীয় কমলা বলে এগুলো আটক করে জব্দ করা হতো। এ নিয়ে আমার স্বামী ৩ দিন জেলেও ছিলেন! তৎকালিন সে সময়ের জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী সেই বিষয়টি সমাধান করে কৃষকদের কমলাচাষির পরিচয়পত্র প্রদান করেন। পরে কেউ অবৈধ কমলা বলে আটক করতো না। সেই সময় কমলার ফলন ভালো ছিল কিন্তু নানান প্রতিবন্ধকতার সম্মুখীন হতেন চাষিরা। ক্ষোভে অনেকেই বাগান থেকে গাছও কেটে ফেলতেন। বর্তমান সময়ে দেশে কমলার ব্যাপক চাহিদা থাকলেও নেই আগের মতো ফলন। লালছড়া গ্রামের কমলা চাষি জয়নুল মিয়া বলেন, বর্তমান সময়ে বাজারে দ্রব্যমূল্যের অনেক দাম। দ্রব্যমূল্যের বেশি দাম থাকায় জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেজন্য কমলা চাষের মতো পেশায় সময় দিয়ে এখন আগের মতো জীবিকা চলে না। তীব্র খরা ও বিষাক্ত পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করা কঠিন। তিনি আরো বলেন, মৌসুমের প্রথমে তীব্র খরার কারণে এ বছর কমলার ফুল ঝরে গেছে। এবং বিগত বছর গুলোর চেয়ে কমলার উপাদন কমে গেছে। ধীরে ধীরে পাতা হলুদ হয়ে বাগানের সব গাছ গুলো মারা যাচ্ছে। গাছ না বাঁচাতে পারলে কমলার আশা ছেড়ে দিতে হবে। রুপছড়া গ্রামের তোফায়েল আহমদ জানান, আমাদের পরিবার প্রায় ৬০ বছর পূর্বে থেকে কমলা চাষ করছেন। কিন্তু দুঃখজন বিষয় হলো এ দীর্ঘ সময়ে কখনো বিজ্ঞানসম্মত কোনো সেবা আমরা পাইনি। কিন্তু এবারে সবচেয়ে খরাপ অবস্থার সৃষ্টি হয়েছে। বিশেষ করে গান্ধীপোকার তীব্র আক্রমণ কোনো ভাবেই ঠেকানো যাচ্ছে না।পরিপক্ক হওয়ার আগেই গাছ থেকে কমলা ঝরে যাচ্ছে। নতুন গাছ অজ্ঞাত কারণে পাতার রঙ হলুদ হয়ে দ্রুত গাছ মরে যাচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে কমলা চাষ থেকে মুখ ফিরিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না আমাদের। হায়াছড়া গ্রামের কমলা চাষি জাহাঙ্গীর হোসেন বলেন, আমার বাগানে প্রায় ২৫০ টি গাছ আছে। গত বছরে তুলনায় এবার আশানুরূপ ফলন ভালো হয়েছে। তবে গান্ধিপোকার আক্রমণে ফল ভালো ভাবে ঠিকিয়ে রাখতে পারছি না, পাকার আগে ঝরে যাচ্ছে। সরকারি ভাবে আমরা মেডিসিন পেয়েছি কিন্তু এগুলো প্রয়োগে কোন কাজ হচ্ছে না।
লালছড়া গ্রামের কমলা চাষি মোর্শেদ মিয়ার ও জসিম উদ্দিন জানান, যখন কমলা গাছে ফুল আসে তখন কমলা গাছে পানির প্রয়োজন হয়। এবারে সময় মতো বৃষ্টি না হওয়ায় ও সেঁচ দিতে না পারার ব্যাপক ক্ষতি হয়েছে। কোন ভাবে সময় মতো সেঁচের ব্যবস্থা করতে পারলে বাম্পার ফলনের আশা ছিল। প্রতি বছর কমলা বিক্রি করে লক্ষাধিক টাকা লাভবান হলেও এবছর কামলা চাষে যা খরচ হয়েছে তাও উঠবে না। এছাড়াও অজ্ঞাত কারণে পাতা হলুদ হয়ে গাছ মারা যাচ্ছে।
গোয়ালবাড়ি ইউপির বিভিন্ন গ্রামে প্রতিবছর কমলা হারবেস্টিং করেন স্থানীয় আসুক মিয়া। তিনি বলেন, আমাদের এলাকায় ছোট বড় প্রায় শতাধিক কমলার বাগান রয়েছে। আমি প্রায় ৬ বছর ধরে কমলার মৌসুমে শ্রমিক হিসেবে কাজ করি। পাঁচ বছর আগে কমলার ফলন অনেক বেশি ছিল, এখন আগের মতো ফলন হয় না। দিন দিন কমেছে কমলার ফলন। আর অজ্ঞাত কারণে গাছও মারা যাচ্ছে।
গোয়ালবাড়ী ইউনিয়নের উপ সহকারি কৃষি কর্মকর্তা রনি সিংহ ও পূর্বজুড়ী ইউনিয়নের উপ সহকারি কৃষি কর্মকর্তা সুরঞ্জিত ধর রনি আলাপকালে বলেন, তুলনামূলক এ বছর কমলার ফলন কম হয়েছে। তবে এবারে কমলায় কিছুটা মাছি ও গান্ধিপোকার আক্রমণ রয়েছে। আমরা সব সময় কৃষকদের পাশে থেকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি, কিন্তু চাষিরা যেভাবে কাজ করার কথা, সেভাবে কাজ করেনি। প্রতিবছর কমলার উৎপাদন ভালো হলেও শেষ পর্যন্ত কমলার মান খুব একটা ভালো হয় না। সেক্ষেত্রে কমলা গাছে জাল ব্যবহার করা যেতে পারে। এতে কৃষকরা লাভের মুখ দেখার সম্ভাবনা রয়েছে। লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্প নামক একটি প্রকল্প আসার পর থেকে কিছু সহযোগিতা করা হচ্ছে। গোয়ালবাড়ি ও পূর্বজুড়ি ইউনিয়নে তা সঠিক পরিচর্যা এবং কৃষকদের কার্যকরি প্রদক্ষেপ থাকলে পূর্বের স্থানে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খাঁন বলেন, কমলার ফুল আসার সময়ে খরা ছিল। টিলা বাগানে সেঁচের ব্যবস্থা না থাকায় আমরা বোতলে ছিদ্র করে গাছে গোড়ায় রাখার পরামর্শ দিয়েছি। গোয়ালবাড়ী ও পূর্বজুড়ী ইউপির পাহাড়ি অঞ্চলে কমলার বাগানগুলোতে গান্ধী পোকার আক্রমণ রয়েছে। গান্ধি পোকা কন্ট্রোল করা কঠিন। চাষিরা যদি সঠিক সময়ে সঠিক মেডিসিন ব্যবহার করতেন, তাহলে এবারে লক্ষ্যমাত্রার ছড়িয়ে যেত।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com