সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন, শেরপুর : ‘
কাবিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো’ এ প্রতিপাদ্য নিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে চার দিনব্যাপী ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উপলক্ষে মহাতাবু জলসা সমাপ্ত হয়েছে। শনিবার (১১ মার্চ) রাতে ঝিনাইগাতী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাপনী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও ফারুক আল মাসুদ। বাংলাদেশ স্কাউটস’র ঝিনাইগাতী উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুন্নবী। এতে বাংলাদেশ প্রাথমিক
শিক্ষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর
হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির, বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক পরেশ চন্দ্র বর্মণ, শেরপুর জেলা স্কাউটস সম্পাদক মো. রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা স্কাউটস সম্পাদক মো. হারুন অর রশিদ প্রমুখ। বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ের শিশুদের আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা করা হচ্ছে কাব স্কাউটিং কার্যক্রম।