বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নব যোগদানকৃত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ঝিনাইগাতী উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ উপজেলার নানা শ্রেণি পেশার মানুষদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভারআয়োজন করেন।সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের সম্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ নবাগত জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহআল খায়রুমের কর্মজীবন সম্পর্কে বিস্তারিত জানান।সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। এর আগে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সারবিক) মুক্তাদিরুল আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আশরাফুল কবীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভ‚ঁইয়া, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, সাংবাদিক গোলাম রব্বানী টিটু প্রমুখ।সভায় জেলা প্রশাসক বলেন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠীর সারবিক উন্নয়নকে প্রাধান্য দি”েছন। যার অংশ হিসেবে জেলা প্রশাসন প্রান্তিক জনগোষ্ঠীর নানা রকম সেবা প্রদানে নিরলসভাবে কাজ করছে। এর আগে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ,প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে েিজলা প্রশাসককে ফুল দিয়ে শুভে”ছা জানানো হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক।উল্লেখ্য, শেরপুরের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ২৪ জুলাই শেরপুরে যোগদান করেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ছিলেন।