শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন, শেরপুর :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কুচনীপাড়া এলাকায় বজ্রপাতে অন্তর (১৫) নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থী মারা গেছে। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত অন্তর ওই গ্রামের হারুণ মিয়ার একমাত্র ছেলে।
নিহতের পরিবার, হাসপাতাল ও প্রতিবেশী সূত্রে জানা গেছে, দুপুর দুইটার দিকে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। এ সময় অন্তর ভয়ে তাদের বসতবাড়ীর জানালা দরজাবিহীন একটি ঘরে আশ্রয় নেয়। শুরু হয় বজ্রপাত। ওই ঘরের উপর বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই অন্তর মারাত্মক ভাবে আহত হয়। পরিবারের লোকজন অন্তরকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অন্তরকে মৃত ঘোষণা করেন।