বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শেখ ইমন,ঝিনাইদহ:
ঝিনাইদহে আক্তার হোসেন (২৫) নামের এক ব্যক্তির লিঙ্গ কর্তন করেছে তার দ্বিতীয় স্ত্রী। শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুরে এই ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় আক্তারকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃব্যরত চিকিৎসক জানান, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তিনটি ক্ষত সৃষ্টি হয়েছে। সেখান সেলাই দেয়া হয়েছে।
এলাকাবাসী জানায়, ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর গ্রামের সাব্দার হোসেন সাবার ছেলে আক্তার হোসেন এক সন্তানের জনক। তার স্ত্রী থাকার পরও একই পাড়ার এক সন্তানের জননীর সাথে পরকিয়ায় জড়িয়ে দ্বিতীয় বিয়ে করে। কয়েক দিন না যেতেই দুই স্ত্রী সন্তান নিয়ে সংসারে অশান্তি সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই লাখ টাকায় দ্বিতীয় স্ত্রীকে তালাক দিলে ওই মহিলা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে যান। কিন্তু সেখানে আবারও যোগাযোগ শুরু করে আক্তার। অবশেষে মাস খানেক আগে আবারও তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীকে দ্বিতীয়বার ৮০ হাজার টাকা কাবিনে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু মাস খানেক সময় না যেতেই আক্তার হোসেনের আবারও প্রথম স্ত্রী- সন্তানদের সাথে সুসম্পর্ক তৈরি হলে দ্বিতীয় স্ত্রীকে আবারও এড়িয়ে যেতে থাকে। এরই মধ্যে গত শুক্রবার মধ্যরাতে দুইজন বাড়ির পাশে একটি অব্যবহৃত ঘরে মিলিত হলে কৌশলে আক্তার হোসেনের লিঙ্গ ব্লেড দিয়ে রক্তাত্বক জখম করে তার দ্বিতীয় স্ত্রী। এসময় চিৎকারে পাড়া-পতিবেশির ঘুম ভেঙ্গে যায়। আক্তার হোসেনের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে। আক্তার হোসেনের অভিযুক্ত দ্বিতীয় স্ত্রী বলেন, তার সংসার ভেঙ্গে আক্তার বিয়ে করে এবং নানাভাবে অশান্তি সৃষ্টি করার কারণে রাগে এই কান্ড ঘটিয়েছে।আক্তার হোসেনের পিতা বলেন, তার ছেলে সুস্থ হলে তিনি আইনের আশ্রয় নেবেন।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ বলেন, তিনি বিষয়টি লোকজনের মুখে শুনেছেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, এবিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।