বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল :
টাংগাইলের মধুপুর উপজেলায় ছাত্র -জনতার গণ অভ্যুত্থানের এক মাস পুর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহীদদের স্মরণে “শহীদি মার্চ” কর্মসূচী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধুপুর শাখার সমন্বয়কদের উদ্যোগে এ “শহীদী মার্চ” কর্মসূচী পালন করা হয়।
সকাল এগারোটার দিকে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,মধুপুর আদর্শ দাখিল মাদ্রাসা, রাণী ভবানী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, মধুপির সরকারী ডিগ্রী কলেজ সহ উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ কর্মসূচীতে অংশ গ্রহণ করে।
শিক্ষার্থীরা মিছিল সহকারে মধুপুর বাসস্ট্যান্ডের নতুন ব্রীজের উপর জড়ো হতে থাকে। পরে মিছিলটি বাসস্ট্যান্ডের আনারস চত্বর হয়ে মধুপুর ডিগ্রী কলেজ পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশনের নতুন ব্রিজে এসে মিছিল শেষ হয়।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীগণ এবং কলেজ স্কুলের প্রতিনিধিগণ সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আন্দোলনে আহতদের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাতের মাধ্যমে “শহীদি মার্চ” কর্মসূচী সমাপ্ত ঘোষণা করেন।