বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল :
“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এ প্রতি প্রাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীক কিশোর-কিশোরী ক্লাব স্হাপন প্রকল্পের আওতায় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারী)সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিন ব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপি অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জাকির হোসাইন। এতে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন সুলতানা সুমি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নূরুন্নবি শিহাব, ক্রীড়া শিক্ষক আব্দুস সামাদ প্রমূখ। অনুষ্ঠানে ১১টি ইউনিয়নের মহিলা অধিদপ্তরের ব্যবস্থাপনায় গঠিত কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা সঙ্গিত, নৃত্য, চিত্রাঙ্কন, আবৃত্তি, দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। অনুষ্ঠান শেষে বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।