বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল :
টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর সকালে মধুপুর উপজেলা প্রসাশনের আয়োজনে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন সরকারি বেসরকারি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রা সহ মধুপুর আদর্শ ফাযিল মাদরাসার কাছে বংশাই নদীর তীরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। মধুপুর উপজেলা প্রসাশন,উপজেলা পরিষদ, মধুপুর পৌরসভা, মধুপুর থানা,মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন , বনবিভাগ, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ ফাযিল মাদরাসা,শিক্ষক সমিতিসহ বিভিন্ন সরকারি বেসরকারি সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। অর্পণ শেষে শহীদদের স্মরণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন। পরে উপজেলা পরিষদ হল রুমে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাদিকুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, মধুপুর থানা অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মো. ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনা সভায় সরকারি, বেসরকারি কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি,বীরমুক্তিযোদ্ধা,সাংবাদিকগন উপস্থিত ছিলেন।