শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আঃ হামিদ মধুপুর, টাঙ্গাইল:
টাঙ্গাইলের মধুপুরে সিআইজি গ্রুপের সদস্যদের নিয়ে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মধুপুর এই অনুষ্ঠানের আয়োজন করে।
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের আওতায় আয়োজিত কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকুরা নাম্নী, কৃষক মো. রফিকুল ইসলাম প্রমূখ।
কংগ্রেস শেষে কৃষি প্রণোদনার আওতায় ২টি সিআইজি গ্রুপকে দুইটি মিনি ট্রাক ও একজন কৃষককে পাওয়ার টিলার প্রদান করা হয়।