সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন
Reading Time: 3 minutes
মুরাদ হোসেন,হাবিপ্রবি দিনাজপুর :
ডিসেম্বরের (২০২৪) প্রথম সপ্তাহে ব্যস্ততম সময় কেটেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের। শিক্ষক, শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচিতে পুরো সপ্তাহ হাবিপ্রবি ছিল ব্যস্ত নগরী।
পরবর্তী সপ্তাহ এমনকি মাসব্যাপী বিভিন্ন পরিকল্পনাও রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থীদের। রবিবার (০১ ডিসেম্বর) শুরু হয়েছে ৩য় অন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা। বিকাল ৫ টায় হাবিপ্রবির জিমনেশিয়ামে উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসান। এ সময় উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এএসএম কিবরিয়া, প্রক্টর, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক, সহকারী প্রক্টরসহ অন্যান্য শিক্ষক—কর্মকর্তাবৃন্দ।
২রা ডিসেম্বর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজনে এক্টিভেশন প্রোগ্রাম ফর “ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। প্রশিক্ষণে বিভিন্ন অনুষদের ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আগামী ১৬ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠানের লক্ষ্যে স্ব স্ব হল থেকে ২ এবং ৩ তারিখ নোটিশ প্রকাশ করেছে হল কর্তৃপক্ষ। রেজিস্ট্রেশন ফি ৮০/- (আশি) টাকা। এতে আবাসিক -অনাবাসিক সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে সোমবার (২ নভেম্বর) রাত ১০ টায় বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রধান ফটকে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এসময় ছাত্রদের রাজনৈতিক দলের কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দের জন্য “এডভান্সড প্রোগ্রামিং উইথ ম্যাটল্যাব” শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত ৩রা ডিসেম্বর শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মোমিনুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আহমদ ইমতিয়াজ রইছ। ৪ঠা ডিসেম্বর ৩য় অন্ত:বিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতার উদ্ভোদন করেন প্রো-ভিসি অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম শিকদার। এসময় তিনি বলেন, ভলিবল বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা । শীতকাল আসলেই সর্বত্র এই খেলা সর্বত্র ছড়িয়ে পড়ে। এই খেলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক গঠনের পাশাপাশি মানসিক বিকাশ গঠনে সহায়তা করবে। এবছর প্রথম শিক্ষাসফরে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান-২০ ব্যাচ। ১৪ দিনে ট্যুর শেষ করে আগামী ১৩ ডিসেম্বর ফেরার কথা রয়েছে তাদের। এবারে সর্বোচ্চ ১৫ দিনের শিক্ষা সফর করতে পারবে যেকোনো বিভাগের শিক্ষার্থীরা।
IEEE হাবিপ্রবি শাখার solidwork শীর্ষক কর্মশালার ৫ম দিনের প্রশিক্ষণ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। দশদিনব্যাপী উন্মুক্ত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের নিয়ে ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জিয়া হল মাঠে ফুটবল ম্যাচের মধ্য দিয়ে উদ্ভোদন হয় টুর্নামেন্টের। এসময় ইন্টারন্যাশনাল হলের হল সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।
চলমান ধর্মহীনতা ও ধর্মত্যাগ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে আয়োজিত আলোচনাসভায় উপস্থিত ছিলেন শায়েখ হুসাইন আহমাদ হাফিজাহুল্লাহ এবং শায়েখ তাকী উদ্দিন হাফিজাহুল্লাহ। ৫ ডিসেম্বর ৮ টি অনুষদের ২৩ টি ডিগ্রির জন্য ২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে তৃতীয় ধাপের চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস। নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ৮ ডিসেম্বর ভর্তি হতে পারবেন।
এছাড়াও সকল প্রকার একাডেমিক কার্যক্রম (ক্লাস,পরীক্ষা) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য তৎপর ছিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এর আগে, প্রায় ৬৫ জন ভলুন্টিয়ারের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, হাবিপ্রবি দলের ‘ক্লিন ক্যাম্পাস’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয় গত ৩০ নভেম্বর।
উত্তরবঙ্গের শীত জেঁকে বসছে হাবিপ্রবিতে। শীত নিবারণে নতুন গরম পোশাক কিনছেন অনেকেই। এসময় পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এবং বাংলাবান্ধা জিরো পয়েন্ট ভ্রমণ মিস করছেন না অনেক শিক্ষার্থীই। এবছর শুক্র ও শনিবার মিলিয়ে ২০-৩১ তারিখ পর্যন্ত মোট ১২ দিনের শীতকালীন ছুটিতে যাবে হাবিপ্রবি। তবে আবাসিক হলগুলো খোলা থাকবে। ক্যাম্পাসের নিরাপত্তায় প্রক্টরিয়াল বডি তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।