বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা :
৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার, ঠিক সন্ধে সাতটায়, সকল অতিথিদের উপস্থিতিতে, বরানগরের হাওয়া সকাল ক্লাবের,, শ্যামা পূজার শুভ সূচনা হয়ে গেল। পরিচালনায় মুখ ঠাকুর চক্রবর্তী ,এবারের থিম ব্রহ্মকালিনী,,,, সুন্দর একটি নামকরণের মধ্য দিয়ে দর্শকদের সামনে একটি সুন্দর থিম ও ভাবনা তুলে ধরেছেন এবং প্রতিমাটিও সুন্দরময় হয়ে উঠেছে এই থিমের মধ্য দিয়ে।
শুভ সূচনায় উপস্থিত ছিলেন,, এলাকার সবার প্রিয় মানুষ এবং বিধায়ক তাপস রায় মহাশয় এ ছাড়া উপস্থিত ছিলেন বরানগর পৌরসভার পৌর পিতা ও ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ণ বসু সহ অন্যান্যরা, । প্রদীপ প্রজ্জলন , উদ্বোধনী সংগীত ও ফিতে কাটার মধ্য দিয়ে ও সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিমার শুভ সূচনা হয়। অগণিত দর্শক এবং এলাকার সকল মহিলা বিন্দ উপস্থিত ছিলেন।
যে নামকরণটির মধ্য দিয়ে প্রতিমান রূপ দিয়েছেন, থিম তুলে ধরেছেন, সেটি হিমালয় পার্বত্য অঞ্চলে অল্প দিনের জন্য দেখা যায়। এবং মানুষের কাছে অতি প্রিয় হয়ে উঠে এই ব্রহ্ম কমলিনী নামক ফুলটি, তাই হাওয়া সকাল ,,দশম তম বর্ষে, শ্যামা পূজার মাকে নিয়ে এসেছে ব্রহ্মকমলিনী রূপে, ব্রহ্ম কমলিনী মা সিদ্ধ শান্ত এবং ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর শক্তির পূজারী ছিলেন শক্তিরূপিনী মা, তাই বৎসর হওয়া সকালে,মা ধরা দিয়েছেন এই রূপে,
সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে বলেন, মায়েরা আসেন বিভিন্ন রূপে এবং তারা সকলকে আনন্দ দেয় বিভিন্নভাবে,কিন্তু রয়ে যায় সকলের হৃদয়ে দুঃখ বেদনা, কারণ মাকে আটকানোর ক্ষমতা কারোরই নাই সে মঙ্গল কামনায় আবার সেখানেই ফিরে যায়। এর সাথে সাথে ক্লাবের সদস্যরা বলেন, শ্যামা পূজা মানেই আলোর রসনাই ,বারুদের গন্ধ। কিন্তু আনন্দ হোক সুন্দরময় ,যেন এক ফোঁটা আনন্দ কোনো রকম দুর্ঘটনা না ঘটায়,, নিয়মবিধি মেনে আনন্দ করুন।। সবাই ভালো থাকুক এই কামনা করি।