রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা:
ঘন কুয়াশা ও দুর্যোগপুর্ন আবহাওয়ার কারনে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পুর পাবনায় আগমন স্থগিত করা হয়েছে। আবহাওয়া অনুকুল হলে আগামী মঙ্গলবার পাবনায় আসবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান। এর আগে ৪দিনের রাষ্ট্রিয় সফরে আজ সোমবার দুপুর পৌনে ১টায় পাবনায় আসার কথা ছিলো।
রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছিলেন। এর আগে দুপুরে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।
আগামী ১৬ ও ১৭ জানুয়ারী স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে অংশ গ্রহন শেষে ১৮ জানুয়ারি দুপুর ১টা ৪০ মিনিটে হেলিকপ্টার যোগে ঢাকায় ফেরার কথা ছিলো।