রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
আবুল হাশেম,রাজশাহী:
রাজশাহীর বাঘায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থানের নিমিত্তে ১৫ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হয়।সোমবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা রাজশাহীর বাঘায় মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন,ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের বা প্রতিষ্ঠানের কাজ করে অর্থ উপার্জন করাই মূলত ফ্রিল্যান্সিং। অর্থের বিনিময়ে কাজ করা যোদ্ধাদের থেকে ফ্রিল্যান্সারদের উৎপত্তি। ওয়াল্টার স্কট নামের এক লেখকের বইয়ে ১৮১৯ সালে প্রথম ‘ফ্রিল্যান্সার’ শব্দটি ব্যবহৃত হয়। মুক্তভাবে কাজ করা যায় বলে বর্তমানে সারা বিশ্বের শিক্ষার্থীদের মধ্যেই ফ্রিল্যান্সিং বহুলভাবে প্রচলিত। প্রতিনিয়ত এর প্রসার বেড়েই চলেছে। বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের জন্য জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে ফাইভার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক ইত্যাদি। এসব ওয়েবসাইটে মানুষ বিভিন্ন ধরনের কাজ করে মোটা অঙ্কের অর্থ উপার্জন করছেন, যার মধ্যে ডেটা এন্ট্রি, কনটেন্ট রাইটিং, কম্পিউটার প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এসইও, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন ইত্যাদি।ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কম্পিউটার, ইন্টারনেট সংযোগ আর আপনার দক্ষতা দিয়েই বেকারত্ব ঘুচিয়ে আপনি সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবেন। ফ্রিল্যান্সিংয়ে কম্পিউটার প্রোগ্রামিং, মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কনটেন্ট রাইটিং, ডাটা এন্ট্রিসহ আপনার দক্ষতা অনুযায়ী যেকোনো কাজ করে আপনি একটি সম্মানজনক অর্থ উপার্জন করতে পারবেন। প্রযুক্তির সহজলভ্যতার এই যুগে আপনি ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে গুগলে সার্চ করে ও ইউটিউবে টিউটোরিয়াল দেখেও আপনার দক্ষতা বাড়িয়ে নিতে পারবেন। বিভিন্ন চাকরি বা কর্মক্ষেত্রে কাজ করার পাশাপাশি অবসর সময়েও যে কেউ করতে পারবে এই কাজ। ফ্রিল্যান্সিংয়ে সফল হতে সবচেয়ে বেশি দরকার আপনার একাগ্রতা। তাই আর দেরি না করে এখনই নেমে পড়ুন ফ্রিল্যান্সিংয়ে নিজের দক্ষতা বাড়ানোর কাজে।তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার এই দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছে, সরকার তরুণ তরুনীদের সরকারী খরচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব ঘুচিয়ে আনতে চায়। আপনারা সবাই সরকারের সাথে থেকে ভবিষ্যতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলার শপথ গ্রহন করুন।বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ ডিজিটাল দেশে পরিণত হয়েছে। অনেক কঠিন কাজ সহজ হয়েছে। বঙ্গবন্ধু হাইটেক পার্ক, রাসেল ডিজিটাল ল্যাব, অনলাইনে টিকেট ক্রয়, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন ভাতা, অনলাইনে বিভিন্ন পরীক্ষার রেজাল্টসহ অনেক কাজই মানুষ এখন খুব সহজেই সম্পন্ন করতে পারছে।তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, সরকারের সফলতা বিচার করতে হলে সরকারের দৃশ্যমান উন্নয়নগুলো যাচাই করতে হবে।চারঘাট এবং বাঘা উপজেলায় ফিল্যান্সিং প্রশিক্ষণের জন্য প্রথম পর্যায়ে বাছাইকৃত ২৫ জন করে দুইটি উপজেলায় মোট ৫০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছেন, তবে পর্যায়ক্রমে এর সংখ্যা আরও বাড়বে।বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা দেন মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: নছিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসরাফুল ইসলাম বাবু, সহকারী প্রোগ্রামার এসএমজি আজম প্রমুখ। আরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।