বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার,ধুনট বগুড়া:
বগুড়া জেলার ধুনটে দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মুরাদুজ্জামান নামের এক কলেজের প্রভাষককে বৃহস্পতিবার সন্ধ্যায় ধুনট থানার পুলিশ গ্রেফতার করেছে। মুরাদুজ্জামান উপজেলার জালসুকা হাবিবর রহমান ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক।
জানা যায় সে এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের মতিউর রহমানের ছেলে। নির্যাতিতা স্কুল ছাত্রীর মা সংবাদকর্মীদের বলেন, ধুনট পৌর এলাকার দক্ষিন অফিসার পাড়ায় আমাদের তিন তলা বাড়ির নীচ তলায় এক ফ্লাটে প্রভাষক মুরাদুজ্জামান স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকতেন।আমরা স্বামী স্ত্রী একটি কলেজে চাকুরী করার সুবাদে বাসায় দুই মেয়ে ও এক ছেলে রেখে দিনের বেশীর ভাগ সময় কর্মস্থলে থাকি। আমার শিশু ছেলে আব্দুল্লাকে চকলেটের লোভ দেখিয়ে প্রভাষক মুরাদুজ্জামান মাঝে মধ্যেই তার ফ্লাটে নিয়ে যেত। আমার শিশু ছেলে আব্দুল্লাকে আনার জন্য আমার ১০ শ্রেনীর স্কুল পড়ুয়া মেয়ে মুরাদুজ্জামানের ফ্লাটে এভাবে প্রায়ই আসা-যাওয়া করতো। এমন সুযোগের একপর্যায়ে মুরাদুজ্জামান আমার মেয়েকে জাপটে ধরে মোবাইল ফোনে ছবি তোলে এবং ছবি ভাইরাল করার হুমকি দিয়ে বিভিন্ন সময় একাধিকবার ধর্ষন করে।
গত বৃহস্পতিবার(১২ই মে) বিকেলে মুরাদুজ্জামান ওই স্কুল ছাত্রীকে একা পেয়ে জোর পুর্বক ধর্ষন করার চেষ্টা চালায়। এসময় ওই ছাত্রীর চিৎকারে তার খালা মুরাদুজ্জামানকে আটক করার চেষ্টা করে ব্যর্থ হয়।
এঘটনায় ওই ছাত্রীর মা ধুনট থানায় একটি অভিযোগ দিলে পুলিশ মুরাদুজ্জামানকে গ্রেফতার করে। স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে কলেজের প্রভাষক গ্রেফতার হওয়ার বিষয়টি এলাকায় তোলপাড় শুরু হয় ।বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসুক মানুষ থানার প্রধান গেটে ভীড় করে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, নির্যাতিতা স্কুল ছাত্রীর মার অভিযোগ পাওয়ার পর সন্ধ্যায় ধর্ষক কলেজের প্রভাষক মুরাদুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে ।