বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার , ধুনট বগুড়া :
আসন্ন ঈদ-উল-আযহা কে সামনে রেখে বগুড়ার ধুনটে কোরবানীর জন্য প্রায় ৪০ হাজার গবাদিপশু প্রস্তুত রেখেছে অন্তত ৪ হাজার খামারি। উপজেলা প্রাণী সম্পদ অফিসের দেয়া তথ্য অনুযায়ী উপজেলা জুড়ে ৩হাজার ৯শত ৯৭ জন খামারি কোরবানীর ঈদ বাজারে বিক্রির জন্য প্রস্তুত রেখেছে। যার মধ্য ষাঁড় ১৪ হাজার ৬শ ৭২টি, বলদ ৩ হাজার ৩শ ৯২ টি, গাভী ৪হাজার ৯শ ১২টি, মহিষ ৬৯টি, ছাগল রয়েছে ১০ হাজার ৬শ ৯০টি এবং ভেড়া ১হাজার ৬শ ৯৭টি। সব মিলিয়ে মোট খামারিদের ৩৫ হাজার ৪শ ৩২টি গবাদিপশু এবারের ঈদে বিক্রয় উপযোগি।
উপজেলা জুড়ে সাপ্তাহিক বার হিসেবে হাতেগনা ৫ থেকে ৬টি গবাদিপশুর হাট বসে থাকে। কোরবানীর জন্য প্রস্তুত উপজেলার গবাদিপশু গুলোর পাশাপাশি বাহির এলাকা থেকেও বাজারে আসতে শুরু করে। এতে এবারের ঈদে চাহিদা পুরনে পর্যাপ্ত পশুর আমদানি থাকতে পারে বলে মনে করছেন বিভিন্ন বাজারের ইজারাদারগন। উপজেলার গবাদিপশু খামারিদের অনেকেই যেমন অন্য এলাকাতে পশু বিক্রি করতে যাবে তেমনি অন্য এলাকা থেকেও এই উপজেলায় পশু বিক্রি করতে আসবে। সব মিলিয়ে গড়ে পশুর চাহিদা অনুযায়ী ঘাটতি পুরনে সমস্যা হওয়ার কথা নয় বলেও মন্তব্য করেন অনেকে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাবিল ফারাবী জানান, ঈদ কে সামনে রেখে খামার জড়িপে অন্তত ৩০ হাজারেরও উপরে গবাদিপশু বিক্রির জন্য প্রস্তুত রয়েছে। এছাড়াও বিভিন্ন গ্রাম মহল্লার গৃহস্থলী গবাদিপশু অনেক বিক্রি হবে। সব মিলিয়ে উপজেলা জুড়ে চাহিদা পুরনে সক্ষম হবে বলে আশা করা যায়।