শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নকলায় খাদ্যবান্ধব কর্মসূচির মজুদকৃত ৩০ কেজি ওজনের ২৭২ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার মাঝরাতে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর এলাকার একটি দোকান থেকে এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে যে, চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর এলাকায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের বেশকিছু চালসহ বস্তা বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। পরে বিভিন্ন মাধ্যমে সত্যতা নিশ্চিত হয়ে শনিবার (১৯ আগস্ট) রাতে স্থানীয় চঞ্চল মিয়ার দোকানে রাখা ২৭২ বস্তা চাল জব্দ করা হয়।স্থানীয়রা জানান, ওই এলাকার খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার শাহ মো. লুৎফর রহমান ও আমিলুন হক। তারা চন্দ্রকোনা মধ্যবাজারের একটি গোডাউনে চালের বস্তা মজুদ রাখেন। কিন্তু রেহারচরের দোকানে এসব চালের বস্তা পাওয়ায তারা ধারনা করছেন, এ অপরাধের সাথে ডিলারদের নিকট আত্মীয়ের সম্পৃক্ততা থাকতে পারে।নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় চঞ্চল মিয়ার দোকান থেকে ২৭২ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়। কে বা কারা মজুদ করেছে, এ বিষয়ে অধিকতর তদন্ত প্রয়োজন । তবে প্রাথমিকভাবে প্রশাসনের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। তদন্ত শেষে এবিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।