সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন,শেরপুর :
শেরপুরের নকলায় গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ(পুরুষ ও মহিলা) প্রথম ধাপ-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ আগস্ট) সকালে শান্তি, শৃংঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা গ্রামে ১০ কর্মদিবস ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণ চলবে ৩১ আগস্ট পর্যন্ত।এ উপলক্ষে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে পাঠাকাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাঠাকাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।উপজেলা প্রশিক্ষক মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হরিদাস রানী সাহা, ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডার সানিল মিয়া, ইউনিয়ন আনসার কমান্ডার সুলতান উদ্দিন ও জেরিন আক্তারসহ নকলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা, তরুণ সাংবাদিক ভিডিও ক্রিয়েটর ও সুপরিচিত ভয়েজার মনোহর মাহমুদ মিলন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্যগন, অর্ধশতাধিক নারী-পুরুষ প্রশিক্ষণার্থী ও গ্রাম পুলিশগন উপস্থিত ছিলেন।