বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় কৃষক সমিতির জেলা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে পৌরশহরের আড়াই আনী বাজারের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় কৃষক সমিতির শেরপুর জেলা সভাপতি রাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হাসান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক হুমায়ুন মুজিব, সুরুজ্জামান, নাইম ইসলাম, উম্মে কুলসুম ও জাকিদুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমুল্য পাপ্তীর জন্য সরকারের নিকট জোড়দাবি জানান। সেইসাথে শেরপুর জেলার গারো পাহাড়ে বন্যহাতির তান্ডবের হাত থেকে কৃষকের ফসল রক্ষা করতে এর স্থায়ী সমাধান কামনা করেন।