বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মো: ইমরান ইসলাম, নিয়ামতপুর নওগাঁ :
নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থিত ইপিআই টিকা কেন্দ্রে এক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল মুখে তুলে দিয়ে এ কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব উল আলম।
উল্লেখ্য, উপজেলার ১৯৩ টি নিকটস্থ টিকাদান কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী ২৯ হাজার ৬৮৮ জন শিশুকে ১টি করে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।