শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

News Headline :
হোসেনপুরে বৃদ্ধি পাচ্ছে বিবাহ বিচ্ছেদ ইট বৃষ্টির মধ্যে সংঘর্ষ থামাতে দৌড়ালেন শ্যামনগরের ইউএনও রণী খাতুন পাবনা ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডায় ৩ ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা এবার রাজশাহীর বাগানগুলোতে ফুটছে আগাম আমের মুকুল সাংবাদিক কল্যাণ তহবিলের বাৎসরিক ফ্যামিলি ডে পালিত জব্দ ট্রাক ছাড়তে ৫০ হাজার টাকা ঘুষ দাবী! ২০ হাজার টাকা দেওয়ায় হয়রানীর অভিযোগ গোদাগাড়ী থানার ওসি’র বিরুদ্ধে রাবি ক্যাম্পাসে মাথায় ব্যাডের আঘাতে রাজশাহী কলেজে শিক্ষার্থীর মৃত্যু! ভোলাহাটে জরিমানা করা সত্বেও ফের মাটিকাটার কাজ অব্যাহত!! রাজশাহীর পবায় ট্রাক চাপায় যুবদলকর্মী নিহত বদলগাছীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

পলাশবাড়ীর বাসদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের পাঠদানে চরম দুর্ভোগ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ীর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের ৪তলা ভবন নির্মাণ কাজ ৪ বছরেও সম্পন্ন হয়নি। রংপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৪তলা একাডেমিক ভবনের কাজ প্রায় ৪ বছর হলেও আজ পর্যন্ত কাজটি সম্পন্ন না হওয়ায় শিক্ষার্থীদের পাঠদানে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষক-কর্মচারী।জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ২০১৯-২০২০ অর্থবছরে ২ কোটি ৭১ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজেরে ৪তলা ভবন নির্মাণ কাজ গত ৩১/০৫/২০১৯ সালে শুরু করেন ঠিকাদারী প্রতিষ্ঠান ঐশি ট্রেডার্স। চুক্তি অনুযায়ী ১৮ মাসের মধ্যে ভবনটির কাজ সম্পন্ন করার কথা থাকলেও প্রায় ৪ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত কাজটি সম্পন্ন হয়নি। বর্তমানে ঠিকাদারী প্রতিষ্ঠান ভবন নির্মাণ কাজটি বন্ধ রেখেছে।এদিকে; অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ৬টি কক্ষে ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের মালামাল এবংআসবাবপত্র রেখেছে। এতে চরম ভোগান্তি পড়তে হচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের শিক্ষার্থীর পাঠদানে। কলেজের অধ্যক্ষ একেএম আব্দুর নূর জানান, এ শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণি পর্যন্ত ১০৭৩ জন শিক্ষার্থী রয়েছে। এরমধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি শুরু’র পর থেকেই বিদ্যালয়ের ৬টি শ্রেণি কক্ষে মালামাল ও আসবাবপত্র রেখেছে। যার ফলে শ্রেণী কক্ষ সংকটে শিক্ষার্থীদের পাঠদানে বিঘœ ঘটছে। বর্তমানে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি বন্ধ রেখেছে কি কারণে বুঝতে পারছি না। কতদিনে কাজটি শেষ হবে তারও জানা যাচ্ছে না। সংশ্লিষ্ট বিভাগের সঠিক জবাবদিহিতা থাকলে আমাদের এ সমস্যায় পড়তে হতো না।এ ব্যাপারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহমেদ বিষয়টি অবগত করলে এ প্রতিনিধিকে বলেন, আমি ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছি। ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করা হয়েছে এক সপ্তাহের মধ্যে কাজটি পুনরায় শুরু না করলে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com