শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
রফিকুল ইসলাম সান, বেড়া পাবনা:
পাবনায় পিকআপ ভ্যান ও ইঞ্জিন চালিত করিমনের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ১জন আহত হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া থানার ভিটাপাড়া পাটগাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পিকআপ ভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়।
প্রত্যাক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে বিপরিতমুখি মুরগিবাহী পিকআপ ভ্যান ও ইঞ্জিন চালিত করিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে করিমন চালক মুন্নাফ ঘটনাস্থলেয় মারা যায়। পথচারীরা গুরত্বর আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সিরাজগঞ্জে যাবার পথে পথিমধ্যে যাত্রী জিয়াউর রহমান মারা যায়। অপরজনের অবস্থা আশংকাজনক। নিহতরা হলেন, পাবনা সাথিয়া থানার নগডেমরা ইউনিয়নের মৃত হাশেম আলীর ছেলে করিমন চালক মুন্নাফ(৫০) ও একই এলাকার মৃত দরবেশের ছেলে জিয়াউর (৪০)। নিহতদের লাশ পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে নিয়ে যায়। মাধপুর হাইওয়ে থানা পুলিশ পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উল্লেখ্য দুর্ঘটনা সকাল সাড়ে ৬টায় ঘটলেও স্থানীয়দের অভিযোগ হাইওয়ে পুলিশ সকাল ৮টার পরে ঘটনাস্থলে পৌছে। ঘটনাস্থল থেকে হাইওয়ে থানার দুরত্ব ২০ কিলোমিটারের কম। তারা আরো জানান, দুর্ঘটনার যায়গাটিতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও হাইওয়ে পুলিশের কোন নজরদারী সেখানে থাকে না। মনে হয় এটা হাইওয়ে পুলিশের আওতার বাইরে। হাইওয়ে পুলিশের কার্যক্রমে স্থানীয়রা প্রশ্ন তুলে বলেন, ঘটনা ঘটারপর থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শেষ করার পর কেন হাইওয়ে পুলিশ আসে। প্রথমে হাইওয়ে পুলিশের আসার কথা। এদিকে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা হাইওয়ে পুলিশের কাছে তথ্য চাইলে তারা সেগুলো দিতে অপারগতা প্রকাশ করে। এমনকি মৃত্যুর সংখ্যাও নিয়েও তারা লুকোচুরি করে।