সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনার একটি সরকারি কলেজের সিমানা প্রাচীর ভেঙে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সিমানা প্রাচীর ভেঙে কলেজের জায়গা দখল করে ব্যত্তিগত অফিস নির্মাণ করে আওয়ামীলীগের পার্টি অফিস বলে চালিয়ে যাচ্ছে। টেকনিক্যাল মোড় থেকে বাংলা বাজার যাওয়ার পথে কলেজের পিছনের দিকে সিমানা প্রাচীর ভেঙে এই অফিস নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, অফিসের সামনে রাস্তার উপর দিনের বেলা চেয়ার নিয়ে বসে আড্ডা ও গভীর রাত পর্যন্ত এলাকার কিছু চিহ্নিত যুবক গভীর রাত পর্যন্ত আড্ডা দিচ্ছে। অথচ প্রসাশন নিরব ভূমিকা পালন করছে। সরকারি কলেজের মধ্যে ব্যক্তিগত অফিস নির্মাণ এক দিকে সরকারি কলেজের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে, অন্যদিকে চিহ্নিত যুবকদের আডডা দেওয়ার জন্য যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরণের কোন দূর্ঘটনা । তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে রাজি হননি। তবে সচেতন মহলের দাবি অতি দ্রুত সময়ের মধ্যে সরকারি কলেজের মধ্যে থেকে রাজনৈতিক অফিস অপসারণ করা হোক। এলাকাবাসী যথাযথ পদক্ষেপ নিতে প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করেছেন। অভিভাবকরা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ হাফিজুর রহমান বলেন, আমি এই কলেজে নতুন যোগদান করেছি, কলেজের পিছনের রাস্তায় সিমানা প্রাচীর ভেঙে অফিস নির্মাণ করা হয়েছে, এটা আমি দেখেছি, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে কলেজের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ঐ অফিস দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ করা হবে।