নিজস্ব সংবাদদাতা, পাবনা :
দেশে প্রথম ও দ্বিতীয় দফায় বিএনপি বিভিন্ন আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলেও পাবনা-৬৮/১ (সাঁথিয়া–বেড়ার আংশিক) আসনের মনোনয়ন দীর্ঘদিন স্থগিত ছিল। এতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়। অবশেষে অপেক্ষার অবসান! বিএনপি এই আসনে ধানের শীষ প্রতীকে ভিপি শামসুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। মনোনয়ন ঘোষণার পর সাঁথিয়া ও বেড়া এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন এবং একে দলীয় ঐক্যের প্রতিফলন হিসেবে বিবেচনা করছেন। দীর্ঘদিন মাঠপর্যায়ে সক্রিয় থাকা ও কর্মীদের মধ্যে জনপ্রিয়তার কারণে ভিপি শামসুর রহমানকে শক্তিশালী প্রার্থী হিসেবে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মনোনয়ন ঘোষণার পর ভিপি শামসুর রহমান সংসদীয় নির্বাচনী এলাকার বিএনপির সকল সদস্য ও নেতাকর্মীদের উদ্দেশে কোনো ধরনের আনন্দ মিছিল বা শোডাউন না করার আহ্বান জানান। তিনি বলেন, “এটি আনন্দ প্রকাশের সময় নয়, বরং ঐক্যবদ্ধভাবে মানুষের কাছে যাওয়ার সময়। দলীয় শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে।” এদিকে বিএনপির এই সিদ্ধান্তের পর রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। অনেকের মতে, এই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিব মোমেনের জন্য বিজয় অর্জন এখন কঠিন হয়ে পড়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন বিএনপির শক্তিশালী ও মাঠপর্যায়ে জনপ্রিয় প্রার্থী ঘোষণার ফলে ভোটের সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাবনা-৬৮/১ আসনে ভিপি শামসুর রহমানের মনোনয়ন বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে এবং নির্বাচনী লড়াইকে করবে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।