শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা
আজ ১৭ ই জানুয়ারি বুধবার, দুপুর ১২ টায় জাতীয় বাংলা পরিষদের ডাকে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, পরীক্ষায় বাংলা ভাষা অন্তর্ভুক্ত করার জন্য, কোনভাবেই হিন্দি ভাষাকে প্রাধান্য দিওয়া চলবে না, এবং একটি ডেপুটেশন দিলেন,
আমরা বাঙালি বাংলা ভাষা আমাদের মাতৃভূমি,। এখানে পরীক্ষায় কোন হিন্দি ভাষা চলবে না, সমস্ত কিছু বাংলা ভাষায় চালু লোক করতে হবে, মাতৃভাষাকে প্রাধান্য দিতে হবে যদি না দেয় তাহলে আমরা এর বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়বো এবং হিন্দি ভাষাকে পিন্ডি চটকে দেবো।
কারন আমরা জানি এবং আমাদের আক্ষেপ পিএস সি পরীক্ষায় হিন্দি ও উর্দুর অন্তর্ভুক্তি নিয়ে ,আজ অত্যন্ত দুঃখ এবং ক্ষোবের সাথে জানাচ্ছি ,যে এই সময়টা বাংলা ও বাঙালির জন্য অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। ভারতবর্ষের অন্য কোন রাজ্যে এই ধরনের প্রশাসনিক নিয়োগ সংক্রান্ত পরীক্ষা, সেই রাজ্যের প্রধান ভাষা না জেনে দেওয়া সম্ভব নয়, তাই পিএস সি সহ বাংলা সকল সরকারি চাকরির পরীক্ষায় বাংলা ভাষার পরীক্ষা অন্তর্ভুক্ত করার দাবী জানাচ্ছি, যাতে বাংলার ভূমি সন্তানদের প্রাপ্য সরকারি চাকরি বহিরাগতদের দ্বারা লুন না হয় এবং বাংলা সরকারি প্রশাসকরা স্থানীয় ভাষায় বাংলার মানুষকে পরিষেবা দিতে পারেন।
তার আরো বলেন, যে প্রশাসকরা তৃণমূলস্তরে জনসংযোগ সাধন করবেন, তারা যদি সর্বোচ্চ সংখ্যক রাজ্য বাসির মাতৃভাষায় না বুঝতে পারেন এবং এই রাজ্যের ভূমি সন্তানদের ট্যাক্সের টাকায় যেসব চাকরির মাইনে হয়, সেইসব চাকরি যদি এই রাজ্যের ভূমি সন্তানরাই না পান, তাহলে রাজ্য বাসির জন্য তার চেয়ে বড় বঞ্চনার কিছু হতে পারে না।
এই সকল প্রতিবাদ নিয়ে বেশ কিছুক্ষণ পিএস সি ভবনের সামনে বিক্ষোভ ও ধিক্কার জানাতে থাকেন,। উপস্থিত ছিলেন জাতীয় বাংলা পরিষদের সভাপতি ডক্টর অরিন্দম বিশ্বাস ও সাধারণ সম্পাদক গার্গী ব্যানার্জি সহ অন্যান্যরা।
বিক্ষোভের মধ্য দিয়ে চলে বিভিন্ন শ্লো গান ও হুংকার, তাহারা যে ডেপুটেশন আজ দিয়েছেন সেটি যদি কার্যকরী না হয়, তাহলে আগামী দিনে বিরাট আন্দোলনের পথ নামবেন এবং জোরদার বিক্ষোভ দেখাবেন বলে জানিয়ে দিলেন।