বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
বাহার উদ্দিন ,ফুলপুর ময়মনসিংহ:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৮নং রূপসী ইউনিয়নের চুনারঘাট রূপসী বাজারগামী পরিত্যক্ত দীর্ঘ দিনের রাস্তা নতুনভাবে সংস্কার ও মেরামত করতে সক্ষম হয়েছেন ফুলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা এবি. এম আরিফুল ইসলাম।গত( ১৯ ফেব্রুয়ারি) রাস্তাটি স্বয়ংসম্পূর্ণভাবে সংস্কার করে এলাকাবাসী ও পথচারী, বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া ছাত্র,ছাত্রীকে যাতায়াত ভোগান্তির কবল থেকে রক্ষা করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ফুলপুরবাসীর কাছে প্রশংসায় বাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি.এম আরিফুল ইসলাম। গত ১৪ ফেব্রুয়ারি উপরোক্ত রাস্থাটি নিয়ে সোশাল মিডিয়ার সাংবাদিক সেলিম রানার পোস্ট দেখে নজরে আসে ইউএনও’র। তারই ধারাবাহিকতায় ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী ও ইউপি সদস্য মজিবুর রহমানকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে রাস্তাটি জরুরি ভিত্তিতে মেরামতের জন্য দায়িত্ব দিলেন চেয়ারম্যান কে। গত ১৯ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় ভেঙে যাওয়া রাস্তা নতুনভাবে সংস্কার হওয়ায় পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি. এম আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা একাডেমি সুপারভাইজার পরিতোষ সূত্রধর, ৮নং রুপসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী, ৫নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, ৮নং রুপসী ইউনিয়নের আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট মোঃ মিরাশ উদ্দিন ভূঁইয়া, ইউপি সদস্য মোঃ মজিবুর রহমান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ক্বারী সুলতান আহাম্মাদ ফুলপুরী, ইউপি সদস্য জমির উদ্দিন প্রমুখ।