রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আব্দুল হামিদ,টাঙ্গাইলঃ
টাংগাইলের মধুপুরে বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রবিবার সন্ধ্যায় বিশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে মধুপুর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠন। সমাবেশের নেতৃত্বে ছিলেন পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান। এসময় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, টাংগাইল জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত সদস্য মীর ফরহাদুল আলম মণি, উপজেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম অজাদ প্রমুখ। উক্ত সমাবেশে সকল অঙ্গ সংগঠনের নেতা এবং তৃণমূল কর্মীগন উপস্হিত ছিলেন।পৌর মেয়র সিদ্দিক হোসেন খানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মধুপুর পৌর শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।