শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা:
০৩ ডিসেম্বর সকাল দশটায়,, রানী রাসমণি রোডের সংযোগস্থলে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী আয়োজিত এবং মাননীয় মন্ত্রী কান্তি গাঙ্গুলীর উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবসে এক বিশাল রাজ্য সমাবেশ করলেন এবং প্রতিবন্ধী দিবস পালন করলেন প্রতি বছরের ন্যায় এ বছরও বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার প্রতিবন্ধী এই সমাবেশে উপস্থিত হন আমরাও পৃথিবীর সন্তান দাবী রেখে এর সাথে সাথে প্রতিবন্ধীদের বিভিন্ন দাবী-দাওয়া, আদায়ের দাবী তোলেন সমাবেশ থেকে। উপস্থিত ছিলেন মাননীয় কমরেড বিমান বসু ,,মাননীয় মন্ত্রী গাঙ্গুলী থেকে শুরু করে বিভিন্ন নেতা ও নেতৃবৃন্দরা এবং সংগঠনের কর্মীবৃন্দরা। মাননীয় মন্ত্রী কান্তি গাঙ্গুলীর উদ্যোগে, এই ধর্মতলা রানী রাসমণি রোডে, একইভাবে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়, বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার প্রতিবন্ধী এই সমাবেশে উপস্থিত হন, তাদের জীবনের কাহিনী ও দাবী আদায়ের দাবিতে, যা তাহাদের ন্যায্য পাওনা, সকল ন্যায্য পাওনা থেকে প্রতিবন্ধী ছেলে-মেয়েদের বঞ্চিত রেখেছেন, এই বিশ্ব প্রতিবন্ধী দিবসেই দাবী আদায়ের শপথ নেওয়ার পালা, এর সাথে ১০০ দিনের কাজ প্রকল্পে প্রতিবন্ধী ব্যক্তিদের আইন অনুযায়ী যুক্ত করার সরকারি নির্দেশ নামা জারি। অন্যান্য রাজ্যের মত এ রাজ্যেও মানবিক ভাতা বৃদ্ধির দাবী তুলেছেন।
মন্ত্রী কান্তি গাঙ্গুলী মহাশয় বলেন, সারা রাজ্যে বিভিন্ন প্রকল্প তুলে ধরেছেন, না সুযোগ সুবিধা দিচ্ছে অন্যান্যদের, কিন্তু প্রতিবন্ধীদের জন্য কিছু আইন মেনে কাজ করা হচ্ছে না, তারা বঞ্চিত হচ্ছে বিভিন্ন প্রকল্প থেকে, তাদের দাবী, অবিলম্বে প্রতিবন্ধী ছেলে মেয়েদের জন্য অবিলম্বে বিভিন্ন প্রকল্পের সাথে যুক্ত করা হোক, মন্ত্রী কান্তি গাঙ্গুলী মহাশয় চিরদিন এই প্রতিবন্ধী ছেলেদের নিয়ে লড়ে চলেছেন, আজও তিনি তাদের নিয়ে একইভাবে লড়ার আহ্বান জানাচ্ছেন, আরেকটি কথাই বলেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা দিয়ে এই সকল ছেলে মেয়েদের জন্য কিছু করার চেষ্টা করছি। যতদিন আমি এই ভাবে বেঁচে থাকবো এই সকল ছেলেমেয়েদের জন্য পাশে থাকব। এবং এই অনুষ্ঠানে সুন্দর সুন্দর প্রতিবন্ধী ছেলে মেয়েদের নৃত্য দিতে হয় এবং তাদেরকে সম্মানিত করলেন মাননীয় মন্ত্রী।