বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে মাহেরা আহমেদ বিথী (২৭) নামের এক স্কুল শিক্ষিকা ঝাঁপ দিয়েছেন। শুক্রবার (৪ আগস্ট) দুপুরে শেরপুর-জামালপুর সেতুর কাছাকাছি জায়গায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা বেলা দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তল্লাশি চালিয়েও বিথীর খোঁজ পাননি। মাহেরা আহমেদ বিথী জামালপুর পৌরসভার ২নং ওয়ার্ডের দেওয়ান পাড়ার মৃত শফিউদ্দীন আহমেদ শাহিনের মেয়ে ও নান্দিনার জাহিদ আনোয়ার লিটনের স্ত্রী। তিনি জামালপুর শহরের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন।স্কুল শিক্ষিকা বিথীর ছোট ভাই রোহান আহমেদ বলেন, আপু দোকানে যাবে বলে নামাজের পর বাসা হতে বের হয়। পরে আমরা ফোনে খবর পাই, নদের পানিতে আপু ঝাঁপ দিয়েছে। নদের পাড়ে আপুর হাতব্যাগ, জুতা ও মোবাইল ফোন রেখে ঝাঁপ দেন বলে এখানকার লোকজন বলেছে। আমার বোনকে ডুবুরি দল খুঁজে এখনো পায়নি। স্থানীয় মাঝিরা জানিয়েছেন আপু নদের পাড়ে এসে অনেকক্ষণ মোবাইলে কথাবার্তা বলেছেন এবং ঘুরাঘুরি করেছেন।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) কামারুজ্জামান বলেন, পুরাতন ব্রহ্মপুত্র নদে একজন নারী ঝাঁপ দিয়েছেন। এমন তথ্যের ভিত্তিতে আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি, মাহেরা আহমেদ বিথী নামে একজন স্কুল শিক্ষিকা ব্যাগ ও মোবাইল ফোন রেখে নদীতে ঝাঁপ দিয়েছেন। তার পরিবারের লোকজন এসেছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্লাশি করেছে।জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শহিদুল ইসলাম বলেন, চার সদস্যের আমাদের একটি দল স্কুল শিক্ষিকা বিথীকে খুঁজেছে। রাত হয়ে যাওয়ায় সন্ধ্যা সাতটার দিকে তল্লাশি অভিযান স্থগিত করা হয়। প্রায় ৫ ঘন্টা আমাদের তল্লাশি অভিযান চলে।