শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন

News Headline :
দৌলতপুরে প্রবাসীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্রীবরদীতে রাস্তার উপর দোকানপাট ভোগান্তিতে জনসাধারণ কুষ্টিয়ায় দৌলতপুর ফিলিপনগর ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামি হৃদয় গ্রেপ্তার মা‌টিরাঙ্গায় প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিককে হারিয়ে ৩-২ গোলে বগুড়ার জয় সকল প্রস্তুতি শেষ তিনদিনব্যাপী সিরাজগঞ্জে জেলা ইজতেমা শুরু দুর্নীতির আর ঘুষ বানিজ্যের অভিযোগ আরডি’এ অথরাইজড অফিসার আবুল কালাম আজাদের বিরুদ্ধে মানুষ স্বৈরাচারমুক্ত করেছে দেশ এখন গড়ার পালা: তারেক রহমান রাজশাহীতে নার্সিং পরিক্ষা বানিজ্যের অভিযোগ রেজিস্ট্রার হালিমা ও ডেপুটি রেজিস্ট্রার নিলুফার বিরুদ্ধে তজুমদ্দিনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণসভা পাবনা র‌্যাবের অভিযানে ৭টি ডাকাতিসহ ১৫ টি মামলার আসামী

ভোট দিয়ে কি লাভ টাকা ছাড়া কাম হয় না

Reading Time: 2 minutes

হযরত বেল্লাল,গাইবান্ধাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা গ্রামের শুকলা বালা। বিগত ৫০ বছর ধরে ভোট দিয়ে আসছে। বর্তমানে তার বয়স ৭৫ বছর। ভোট কেন্দ্রে আসার মত শক্তি নেই তার। দুই পুত্র বধূর কাঁধে ভর দিয়ে ৭নং ওয়ার্ড ভোট কেন্দ্র সীচা শুভজান জুলেখা মহিলা দাখিল মাদ্রাসায় ভোট দিতে আসে। আবেগ নিয়ে ফিস ফিস করে বলেন ভোট দিয়ে কি লাভ। টাকা ছাড়া কোন কাম হয় না। তারপরও এলাকার ছাওয়াল পোয়ালরা ভোটে দাড়িছে, প্রতিদিন বাড়িত যাইয়া ভোট চাইয়া আসছে। সে কারণে ভোট দিতে আসছম। একই কেন্দ্রে দুই নাতীর হাত ধরে ভোট দিতে আসা ৮০ বছর বয়েসের পেচু শেখ বলেন, নেম্বর, মহিলা নেম্বর ও চেয়ারম্যানগণ ভোটের পর আর দেখা করে না। কোন কিছু চাইতে গেলে টালবাহনা দিয়ে সময় পার করে। কোন ভাতার কার্ড করতে গেলে টাকা চায়। কখন মরি সেই কারণে শেষ ভোট দিতে আসছি। সোমবার ছিল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। ভোটারদের উপস্থিতি সন্তোষজনক হলেও তাদের প্রতিক্রিয়া ছিল নেতিবাচক। মনোরম ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহন শেষ হয়েছে। চলছে ভোট গণনা। ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্র সরেজমিন ঘুরে ফিরে দেখা গেছে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পরার মত। তরে নারী ভোটার উপস্থিতি ছিল সারা জাগানোর মত। প্রতিটি কেন্দ্রের তথ্যমতে ভোটারের উপস্থিতি ছিল প্রায় ৭৫ হতে ৮০ ভাগ। নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মেহেদী মোস্তাফা মাসুম বলেন, ভোট খুব সুন্দর হয়েছে। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।বর্তমান চেয়ারম্যান ফুল মিয়া জানান, অনেক চেয়ারম্যান প্রার্থী জাল ভোট দেয়ার চেষ্টা করেছিল, কিন্তু প্রশাসনের বাধার মুখে তা পারেনি।থানার ওসি কে এম আজমিরুজামান জানান, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে, গণনা চলছে। আশা করা হচ্ছে সুষ্ঠু পরিবেশে ফলাফল ঘোষনা করে উপজেলায় ফিরব।উপজেলা নিবার্চন অফিসার ও রিটানিং অফিসার সেকেন্দার আরী জানান, ব্যালট পেপার ভোটের দিন সকাল বেলা ভোট কেন্দ্রে পৌচ্ছে দেয়া হয়েছে। ভোট গণনা চলছে, আশা করা হচ্ছে অল্প সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর-এ আলম, জানান, ভোটারের উপস্থিতি ছিল চোখে পরার মত। সবগুলো কেন্দ্রে ভোট সুষ্ঠু ও মনোরম পরিবেশে সম্পন্ন হয়েছে।নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৫২জন । চন্ডিপুর ইউনিয়নে মোট ভোট সংখ্যা ২৫ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৬৭৬ জন এবং নারী ভোটার ১২ হাজার ৮৮৮জন। ইউনিয়ন পরিষদের সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন হতে নির্ধারিত সময়ের ১৮ মাস পর এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com