শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল :
টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় দুস্থ্য ও হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে মধুপুর পৌরসভার উদ্যোগে ৪ হাজার ৬২১জন দুস্থ্য হতদরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান। পৌরসভা চত্বরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমীন, টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন, শিক্ষক সমিতির সভাপতি এডভোকেট ইয়াকুব আলীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, রোজার মাস হলো ত্যাগ স্বীকারের মাস। গরীব দুঃখি মানুষের কল্যাণের মাস। তাদের কল্যাণ মানেই ইসলামের অনুসরণ করা। তাদের মুখে হাসি ফুটানো মানেই রাজনীতিবিদদের সফলতা।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মানুষের খাবার নিশ্চিত করছেন। গৃহহীনদের ঘরের ব্যবস্থা করছেন। চিকিৎসার সুব্যবস্থা করছেন। প্রতিটি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য নিরন্তর চেষ্টা চালাচ্ছেন। প্রতিটি বাড়িতে বিদ্যুৎ দিয়েছেন। রাস্তাঘাটের উন্নয়ন করছেন। আগামী তিন বছরের মধ্যে মধুপুরের কোন রাস্তাই আর কাঁচা থাকবে না ইনশাআল্লাহ।