বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আব্দুল হামিদ, মধুপুর টাঙ্গাইল:
টাঙ্গাইলের মধুপুরে সাবেক ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জাকির হোসেন (বাচ্চু মাস্টার) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে সোমবার সন্ধ্যায় পৌরসভার টেংরী গ্রামের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৪) বছর। তিনি একাধারে উপজেলার আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মধুপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন। তিনি স্ত্রী ৪ ছেলে, ৩ মেয়ে এবং নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। স্থানীয় পৌর কমিশনার মো. বেশর আলী ফকির জানান, আগামীকাল সকাল ১০ টায় রাষ্ট্রীয় মর্যাদায় টেংরী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।