বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আ: হামিদ,টাঙ্গাইল:
টাংগাইল মধুপুরের আউশনারা ইউনিয়নের মোটের বাজারে ২ অক্টোবর রাতের শেষ প্রহরে কংকাল চুরি করতে গিয়ে ধরা পড়ল ওমর আলী নামের এক যুবক। তথ্যসুত্রে জানা যায় ওমর আলী গুবোদিয়া গ্রামের সুবহান আলীর ছেলে।।প্রত্যক্ষদর্শী তাঁরা ড্রাইভার জানান কংকাল চুরি করে ফেরার সময় ওমর আলীসহ আরো দুইজন অজ্ঞাত ব্যক্তিকে সন্দেহ করে। ওমরের কাধে লুঙ্গি দিয়ে বাধা একটি ব্যাগ ছিলএবং তার শরীর কাদামাটিতে ভর্তি ছিল। ব্যাগটি খুলতে গেলেই অপর দুই অজ্ঞাত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। ব্যাগ খুলে দুইটি মৃত দেহের কংকাল পাওয়া যায়।মোটের বাজারের নৈশ প্রহরী সাজাহান চোরটিকে হাতেনাতে ধরে বাজারে আটকায়। পরবর্তীতে তাকে মধুপুর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।