admin
- ২৯ জানুয়ারী, ২০২৩ / ১৭৬ Time View
Reading Time: < 1 minute
কামরুল হাসান, ময়মনসিংহ:
ময়মনসিংহ পুলিশ সুপার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস।
আজ রবিবার (২৯ জানুয়ারী ২০২৩) তারিখ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম-সেবা) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। জেলা পুলিশের পক্ষ থেকে পরিচালক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় জেলার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মেডিকেল কলেজের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে জেলা পুলিশ সুপার পরিচালককে ময়মনসিংহ জেলায় স্বাগত জানান। এছাড়া মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা পুলিশের মধ্যে সুষ্ঠু প্রশাসনিক সমন্বয় নিশ্চিৎকল্পে এবং সেবাসমূহকে আরো জনবান্ধব করণার্থে বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা প্রাণবন্ত আলোচনা করেন।