বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
Reading Time: 2 minutes
মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহী নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় সাজ্জাদ (১৭) নামের এক যুবকের শরীরে ৪৬ টি সেলাই পড়েছে।আহত সাজ্জাদ আসাম কলোনীর খয়লান এলাকার সুমনের ছেলে। মঙ্গলবার (১আগষ্ট) রাত ১০টার দিকে আসাম কলোনীর নিলা টেইলার্সের সামনে এ ঘটনা ঘটে। আহত যুবকের বাবা সুমন জানান, মঙ্গলবার রাতে সাজ্জাদ বাড়ির সামনে রাস্তার উপর দাঁড়িয়ে ছিল। হঠাৎ চন্দ্রিমা থানাধীন নিউ কলোনি এলাকার জয়ের (২২) নেতৃত্বে (১৬), বিজয় (১৯), সাকিব (১৮), সবুজ (২০) ও অপু-সহ অজ্ঞাত ২/৩ জন যুবকের সংঘবদ্ধ একটি দল জোর পূর্বক সাজ্জাদকে অস্ত্রের ভয় দেখিয়ে তুলে নিয়ে যায়। এ সময় তারা বর্নিত টেইলার্সের সামনে ধারালো অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় সাজ্জাদকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার শরীরের বিভিন্ন ক্ষত স্থানে ৪৬টি সেলাই দেন। বর্তমানে সাজ্জাদ রামেক হাসপাতালের ৫ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
একাধিক স্থানীয়রা জানান, মঙ্গলবার দিনগত রাত ১০ টার দিকে কিশোর গ্যাংয়ের ৬/৭ জন সদস্য ফিল্মি স্টাইলে এক যুবককে কোপানোর পর অস্ত্র হাতে হুমকি দিয়ে হেটে চলে যায়।সচেতন মহাল বলছে, বর্তমান সমাজে কিশোর গ্যাং একটি বড় সমস্যা। তাছাড়া এরা রাজনীতির ছত্রছায়ায় থেকে অপরাধ জগতে প্রবেশ করছে। এদের যে বয়সে পড়াশোনা, খেলাধুলা করার কথা। সেই বয়সে এরা কথিত নেতাদের দ্বারা পরিচালিত হচ্ছে। রাজনীতি পাশাপাশা মাদকাশক্ত হয়ে পড়ছে। অস্ত্র হাতে ভয়ংকর কর্মকান্ডের সাথে নিজেদের সম্পূক্ত করছে। এদের কর্মকান্ড কমাতে হলে পরিবারের পাশাপাশি প্রত্যেকটি এলাকার পাতি নেতাদের সচেতন হতে হবে। সন্ধার পর বাইরে থাকলে পড়ার টেবিলে বসার জন্য বাড়িতে রাখতে হবে। সেই সাথে দ্রæতগামী মোটরসাইকেল কিনে দেয়া থেকে বিরত থাকতে হবে। পুলিশের নজরদারি বাড়াতে হবে। যাতে রাস্তার পাশে বসে কোন প্রকার আড্ডা দিতে না পারে। সেই সাথে তাদের মাথার চুলের দিকে নজর রাখতে হবে। ডিজাইন করে কাটিং চুল দেখলেই ব্যবস্থা নিতে হবে। তাহলে ধিরে ধিরে এদের কর্মকান্ডের গতি কমে আসবে বলে মনে করছেন তারা।এ ব্যপারে জানতে চাইলে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম বলেন, কিশোরি গ্যাং-এর হামলায় আহতের বিষয়টি আমার জানা নেই। তবে ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।