বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
Reading Time: 2 minutes
শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এর পরিচালনায় ২৮ শে সেপ্টেম্বর শারদ বই পার্বন ২০২৩ এর শুভ সূচনা হলো। বিকেল পাঁচটায়।এই বই মেলা চলবে আটাশে সেপ্টেম্বর থেকে ৬ই অক্টোবর পর্যন্ত, প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত,এই বই মেলার শুভ সূচনা করেন, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু , এবং উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি বিভাগের অফিসারগণ এবং বুক সেলার্স গিল্ডের ত্রিদিব ঘোষ মহাশয় এবং সুধাংশু শেখর মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্যরা,এই মেলার শুভ সূচনা করেন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে, এরপর অতি জিদের একে একে বরণ করে নেন,মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, পুজোর আগে এই ধরনের বইমেলার আয়োজন করায় গিল্ডকে ধন্যবাদ জানাই, এবং যে সকল প্রকাশনী এই মেলায় অংশগ্রহণ করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই যে রবীন্দ্রসদন চত্বরে এই ধরনের বইমেলা করার জন্য, একদিকে যেমন গল্পের বই পড়া প্রায় কমে গিয়েছে, সকলের হাতে হাতে মোবাইল হয়ে, একদিকে যেমন গল্পের বইয়ের কদর কমে গেছে অন্যদিকে কবিতার বইয়ের ও কদর কমে গিয়েছে। কবি ও শিল্পীরা এখন সমস্ত কিছু মোবাইলের মধ্য দিয়ে চলেন, এমনকি স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা, আগে কোন অনুষ্ঠান হলে বা কারো জন্মদিন পড়লে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে কবি সাহিত্যিকরা, গল্পের বই কিনতে যেতেন কলেজস্ট্রিট বা পাশাপাশি কোন বই দোকানে কিন্তু এখন আর সেই কেনার দিন ভুলে গিয়েছেন।, তাই সকল ছাত্র-ছাত্রীদের শুরু করে কবি সাহিত্যিকদের উৎসাহিত করার জন্য এবং প্রকাশনীদের কিছুটা বই বিক্রয় করার জন্য এই আয়োজন কারণ বহু কবি নতুন বই তৈরি করেছেন কিন্তু সেই বই অনেকেই জানেন না, তাই এই ধরনের বই মেলার মধ্য দিয়ে সেই সকল প্রকাশনী এবং কবিদের বই এখানে প্রকাশিত হয়েছে,এ ছাড়াও বইমেলার মঞ্চে থাকছে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী আর সকল বইপ্রেমীদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট ২০% থেকে ৫০% পর্যন্ত। তাদের পছন্দের বইয়ের উপর, এই মেলা 6 অক্টোবর পর্যন্ত চলবে সকল বইপ্রেমীদের কাছে আমাদের তরফ থেকে একটাই বার্তা আপনারা আসুন বইমেলা পরিদর্শন করুন এবং আপনার প্রয়োজনীয় বই কিনে নিয়ে যান।।। প্রায় ৩০ থেকে ৪০ টি স্টলে বিভিন্ন প্রকাশনী বইমেলায় অংশগ্রহণ করেছেন