রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

News Headline :
মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্যামনগরে গাছের সাথে ধাক্কা খেয়ে সড়কে ভ্যান চালকের মৃত্যু রাজশাহীর মোহনপুরে মদ পানে ৩ জনের মৃত্যু, গ্রেফতার ২ রাজশাহী মহানগর বিএনপি’র সাতটি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা যানজট নিরসন দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে আরএমপি’র মতবিনিময় সভা শ্যামনগরে এবার কৃষকরা আমন ধানের আশানুরুপ ফলন পেয়েছে পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ১জন আহত শাজাহানপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মান্দায় বিল উন্মুক্তের দাবিতে জেলেদের সংবাদ সম্মেলন সভাপতির স্বৈরাচারী আচরন স্বজনপ্রীতি ও দুর্নীতিতে পাবনা শহর সমাজ সেবা কার্যালয়ের কার্যক্রম স্থবির

শেরপুরের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভীড়

Reading Time: 2 minutes

শাহরিয়ার মিল্টন, শেরপুর :
শেরপুর সদরের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভীড় চোখে দেখার মতো। ঈদুল আজহার দিন বিকেল থেকেই জমে উঠে সদরের শ্যামলী শিশুপার্ক, গুল্ডেনভেলী পার্ক, অর্কিড, দারোগআলী পৌর শিশুপার্ক। সরজমিনে গিয়ে দেখা যায়, ঈদের দিন বিকেল থেকেই জেলা শহরের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় ছিল। এসব পার্কে ঘুরতে আসা
দর্শনার্থীরা ছিলো উচ্ছসিত। শেরপুরে ঈদের একদিন আগেও ছিলো প্রচন্ড গরম। ঈদের আগের দিন রাত থেকে শুরু হয় বৃষ্টি। এতে শীতল আবহাওয়ায় প্রাণ জুড়িয়ে যায় মানুষের। তাই এবার শেরপুরে কাটছে বৃষ্টি বিঘ্নিত ঈদ। এ অবস্থা নিয়ে ঈদের দিন থেকেই আনন্দ ছড়িয়েছে বিনোদন কেন্দ্রগুলোতেও। প্রতিবছর গজনী ও মধুটিলা ইকোপার্কে পর্যটনের প্র‍চুর সমাগম ঘটে। কিন্তু এবার বৃষ্টি বাধায় তা হচ্ছে না। তাই বিনোদন প্রেমীরা ছুটে যাচ্ছেন শেরপুর সদরের কাছাকাছি
বিনোদন কেন্দ্রগুলোতে। কোরবানীর ঈদ হওয়ায় কোরবানীর পশুর গোস্ত কাটা শেষেই বাড়ীর বাইরে বের হয় সববয়সের মানুষ। জেলায় মেঘলা আকাশ ছিলো। এরই মধ্যে জেলা সদরের বিনোদন কেন্দ্রগুলোয় ঢল নামে সব বয়সের মানুষের। পূর্বের সূর্য পশ্চিমে ঢলতেই পরিবার-পরিজন নিয়ে, ঈদের নতুন পোশাকে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় জমান তারা। বিশেষ করে দর্শনার্থীদের রাতের আলোক সজ্জায় আকৃষ্ট করছে বেশী। সন্ধ্যার পর বিনোদন প্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে যায় পার্কগুলো। শেরপুর শহরের শ্যামলী শিশু পার্ক, দারোগআলী পৌর শিশুপার্ক, গোল্ডেন ভেলী পার্কে ও অর্কিডে পরিবার পরিজন নিয়ে চলে আসে মানুষ। এসব পার্কে ঘোড়ার গাড়ী, প্যাডেল বোর্ড, নাগর দোলা, ট্রেন, সাম্পান নৌকা, রেল গাড়ী, চরকী,
পুতুল নাচ, রয়েছে গানের তালে তালে পানিতে নেমে গোসল করার সুযোগ। আর এসব
নানা রাইটস দেখে আনন্দিত শিশু কিশোররা। পৌরশহর থেকে ঘুরতে আসা রাকিবুল আওয়াল পাপুল বলেন, আগে ঈদ এলেই গজনী ও মধুটিলায় ঘুরতে যাইতাম। কিন্তু এবার বৃষ্টির কারণে যেতে পারিনি। তবে শহরের কাছাকাছি বিনোদন কেন্দ্র হয়েছে তাই কাছাকাছি আসছি। এখানেও অনেক রাইডস আছে বন্ধু-বান্ধব মিলে অনেক মজা করলাম। সদরের সাগর মিয়া বলেন,
শহরের ভিতরে পার্কগুলো অনেক সুন্দর। বৃষ্টি কারণে দুরে কোথাও যাওয়া হবে না মনে হয়। তাই বউকে নিয়ে কাছেই ঘুরতে আসলাম। শিশু লাবিবা বলে, আমি মা- বাবার সাথে ঘুরতে এসে অনেক মজা করলাম। অনেক কিছু দেখলাম। অনেক রাইডসে ওঠলাম। অনেক কিছু খেলাম। খুব ভালো লেগেছে। শহরের জুই বলেন, আসলে প্রতি ঈদেই ঘুরতে বের হয়। আমরা মেয়ে মানুষ কাছাকাছি জায়গায় বেশি যাই। এ বিনোদন কেন্দ্রগুলোতে রাত পর্যন্ত থাকলেও কোনো সমস্যা নেই। আর রাতে আরও বেশি জমে উঠে। রাতে আরও বেশি সুন্দর হয়। শেরপুর জেলা
শহরে আগে তেমন কোন বিনোদন কেন্দ্র ছিলোনা। কিন্তু সম্প্রতি বেসরকারীভাবে গড়ে উঠেছে কয়েকটি বিনোদন কেন্দ্র। এসব বিনোদন কেন্দ্রে ঈদসহ বিভিন্ন দিবসে মানুষ ঘুরে আনন্দ উপভোগ করে আসছে। এসব বিনোদনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের নিরাপত্তা থাকায় দিন থেকে রাত অবদি পর্যন্ত বিনোদন উপভোগ করে থাকে। শ্যামলী শিশু পার্ক ও রেস্তোরার ম্যানেজার সাহাদৎ হোসেন স্মরন জানান, ঈদে পার্কগুলোতে প্রচুর ভীড়। ঈদে তারা নানাভাবে সু-সজ্জিত করেছে পার্কগুলো। আগামী এক সপ্তাহ এই ভীড় অব্যহত থাকবে বলে তার আশা। অর্কিডের মালিক আবু সাঈদ বলেন, আমরা ঈদের কয়েকদিন আগে থেকেই ভালো প্রস্তুতি নিয়েছি। এবার পর্যটন ভালো আসতেছে। বিনোদন প্রেমীরা ভালো সাড়া ফেলেছে। আর এমনভাবে আসলে আমাদের এবছর ভালো লাভ হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com