রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন,শেরপুর:
জাতীয় পার্টি, শেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ আগস্ট) বিকালে খরমপুরস্থ জেলা জাতীয় পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন পার্টির উপজেলা সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. মুখলেছুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন।সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ আতর আলী, মো. তাজুল ইসলাম হেলাল, সাবেক পৌর কাউন্সিলর হারুন জিলানী প্রমুখ।বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংগঠন গোছানো ও নির্বাচনী প্রস্তুতি গ্রহণের উপর গুরুত্ব আরোপ করে আগামী এক মাসের মধ্যে শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের তাগিদ দেন। বক্তারা আরও বলেন, জাতীয় পার্টিতে বিশৃংখলা সৃষ্টিকারী কোন নেতা-কমীর স্থান হবেনা বলেও হুশিয়ারী উচ্চারন করেন।সভায় সদর উপজেলার ১৪ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।