শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন,শেরপুর:
দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ এবং প্রচার মিছিল করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখা। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই সমাবেশ করা হয়। এতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য মোতাসিম বিল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক হুমায়ুন মুজিব। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, শেরপুর সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম, জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য উম্মে কুলসুম, পোড়াগাঁও ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও কৃষক নেতা আব্দুস সোবহান,জেলা যুবমৈত্রীর আহবায়ক রাজু আহমেদ এবং যুবনেতা জাহিদুল ইসলাম প্রমুখ। পরে নেতৃবৃন্দ শহরে প্রচারপত্র বিতরণ করেন।