রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরে বিট পুলিশিং কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা লক্ষ্যে সদর থানার বিট অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম। সোমবার (২৮ আগস্ট) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সভা কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানো এবং পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও গণমুখী করার প্রত্যয় ব্যক্ত করে বিট পুলিশিংয়ের কর্মকৌশল, বিট অফিসারদের দায়িত্ব ও কর্তব্য, করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিট পুলিশিং এর মাধ্যমে বিট এলাকায় নিয়মিত তথ্য সংগ্রহ করে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিট পুলিশিং সমাবেশ ও উঠান বৈঠক করে জনগণের সাথে নিবিড় যোগাযোগ এবং সম্পর্ক সৃষ্টি করে মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং,বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জনকল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা সাথে পেশাদারিত্ব বজায় রেখে বিট কর্মকর্তাদের কাজ করার আহŸান জানান।সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ শেরপুর সদর থানার ১৭ বিটের বিট অফিসারগণ উপস্থিত ছিলেন।