বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
Reading Time: 4 minutes
শাহরিয়ার মিল্টন,শেরপুর :
সারা দেশের ন্যায় উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরেও পালিত হয়েছে আন্তর্জাতিক মহান মে দিবস। দিবসটি উপলক্ষে সোমবার (১ মে) সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহরের বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা জড়ো হয়। সেখান থেকে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিকের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষ জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসয়ম পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু ,সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্যানেল মেয়র নজরুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আঁধার,দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন পেশার শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।
এস এম আলম, পাবনা:
পাবনায় পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাকের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপ-মহা পরিদর্শক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও পাবনা মটোর শ্রমিক ইউনিয়ন, ট্রাক ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন জেলা রিক্সা ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথকভাবে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসুচী পালন করে।