সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০০ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন, শেরপুর :
শেরপুরে হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) দুপুরে সদর উপজেলার আতিউর রহমান মডেল গার্লস কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব আতিউর রহমান আতিক এমপি। এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, শেরপুর পৌর সভার মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানুয়ার হোসেন ছানু প্রমূখ। আলোচনা সভা শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন শেরপুর মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। এসময় জেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক হাজী, দলীয় নেতাকর্মি ও গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।