শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
শাহরিয়ার মিল্টন,শেরপুর :
শেরপুরে পুকুর পাড়ে থাকা একটি নারিকেল গাছ সবার অলক্ষ্যেই পুকুরের মাঝখানে চলে গিয়ে সোজা হয়ে দাঁড়ানো অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে হাজারো মানুষ ওই গাছটিকে এক নজর দেখতে প্রতিদিন ভীড় জমাচ্ছেন । উৎসুক দর্শনার্থীরা বলছেন, এটি একটি অলৌকিক ঘটনা। তাই রোগ মুক্তির আশায় অনেকেই এই পুকুরের পানি বাসায় নিয়ে পান করছেন, কেউবা গোসল সারছেন । অন্যদিকে এটি কোনো আশ্চর্যজনক ঘটনা নয় বলে জানিয়েছেন জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত সহকারি বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান।
স্থানীয় হোসেন মাতব্বর ও আনোয়ার মিয়া বলেন, জেলা শহরের শেরীপাড়া মহল্লার প্রয়াত ভাষা সৈনিক অধ্যক্ষ আব্দুল হান্নান ৪০ বছর আগে এই পুকুরের চারপাশে নারিকেল গাছ রোপণ করেন। এরপর দীর্ঘদিন ধরে পুকুরের পাড়ে গাছগুলো থাকলেও গেল সোমবার (৩ জুলাই ) হঠাৎ একটি নারিকেল গাছ পাড় থেকে সরে গিয়ে পুকুরের মাঝখানে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। পুরনো নারিকেল গাছটির অবস্থানের এই পরিবর্তনে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ বলছেন এটি অলৌকিক ঘটনা কেউবা বলছেন জ্বীনের কারসাজি। নালিতাবাড়ীর পোড়াগাঁও থেকে আসা উৎসুক দর্শনার্থী আলম খান বলেন, এটি একটি অলৌকিক ঘটনা। ফেসবুকে ভিডিও দেখে এখন স্বচক্ষে দেখতে এসেছেন। তার দাবি, এটি জ¦ীন জাতি ছাড়া অন্য কারো পক্ষে ঘটানো সম্ভব না। স্থানীয় মরিয়ম বেগম বলেন, জেলার সদর উপজেলা ছাড়াও নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী থেকে শিক্ষক, শিক্ষার্থী, গৃহবধূ ও চাররিজীবিসহ নানা শ্রেণি পেশার হাজারো কৌতুহলি মানুষ এই নারিকেল গাছ দেখতে প্রতিদিন ভীঁড় করছেন। এছাড়া বহু সাংবাদিক নানা সময়ে এসে ছবি, ভিডিও এবং লাইভ করছেন। স্থানীয় সাইফুল ইসলাম বলেন, লোক মুখে জানতে পারি একটি নারিকেল গাছ পুকুরের মাঝখানে চলে গেছে। এটি আমি বিশ^াস করিনি। তিনদিন পর আমার কাকা সাথে করে এখানে নিয়ে আসে। এখন স্বচক্ষে ঘটনা দেখে মনে হচ্ছে এমন ঘটনা বিরল। তিনি আরো বলেন, এখানে এসে দেখলাম শতশত মানুষ রোগ মুক্তির আশায় ওই পুকুরের পানি কেউ পান করছেন, কেউবা কলসিতে ভরে বাড়ি নিয়ে যাচ্ছেন। অন্যদিকে এটি কোন আশ্চর্যজনক ঘটনা নয় বলে জানিয়েছেন জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত সহকারি বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান। তিনি বলেন, পুকুরের পাড় ভেঙে নারিকেল গাছটি শেকড়ের মূল মাটিসহ গাছের অবস্থান পরিবর্তন হয়ে পানিতেও সোজা হয়ে এটি এখন দাঁড়িয়ে রয়েছে।