বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন,শেরপুর:
মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবাপল্লীতে শহীদ জায়া ও বীরাঙ্গনাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার (১ আগস্ট) সকালে শহীদদের স্মরণে নির্মিত ‘সৌরজায়া’ স্মৃতিসৌধের পাশে ওই উপহার সামগ্রী বিতরণ হয়।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার (এসপি) মোনালিসা বেগম পিপিএম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওয়াজ কুরুনী, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহনান তালুকদার, সিনিয়র সাংবাদিক এমএ. হাকাম হীরা ও নালিতাবাড়ী প্রেসক্লাব সভাপতি আবদুল মান্নান সোহেল প্রমুখ।পরে শহীদ জায়া ও বীরাঙ্গনা ৩২ জন নারীকে নবাগত পুলিশ সুপারের পক্ষ থেকে ১টি করে শাড়ি, ৫ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, ২ কেজি ডাল, ২০ কেজি চাল,১ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ১ প্যাকেট ডিটারজেন্ট পাউডার , ২ টি সাবান ও নারিকেল তেল উপহার হিসেবে তুলে দেওয়া হয়।উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে নালিতাবাড়ী উপজেলার কাঁকরকান্দি ইউনিয়নের সোহাগপুর বেনুপাড়া গ্রামে পাকিস্তানী হায়েনার দল নারকীয় হত্যাযজ্ঞ চালায়। এসময় ওই গ্রামের ১৮৭ জন নিরীহ পুরুষ মানুষকে
নির্মমভাবে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে হায়েনার দল।
গ্রামের সকল পুরুষ মানুষকে হত্যা করায় স্বাধীনতার পর এ গ্রামের নামকরন
করা হয় ‘বিধবাপল্লী’।