শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

News Headline :
পাবনায় “তারুণ্যের উৎসব ২০২৫”: আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে নবাগত জেলা প্রশাসকের কর্মদিবস শুরু!! গোবিন্দগঞ্জে ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ১২০ শিক্ষার্থীদের পথচলা পুরাতন কাঠের তৈরি সাঁকো ভাঙ্গলেই সমস্যা হবে শেরপুরে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টা মাদক সমাজের ক্যান্সার এটা প্রতিরোধে প্রশাসনের অনিহা-শিমুল বিশ্বাস গণমাধ্যমে বিকৃত তথ্য প্রচার ইসলামপুরে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষ থেকে প্রতিবাদী ব্রিফিং কৃষি অফিসের সামনে থেকে প্রণোদনার সার-বীজ পাচার রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না-সারজিস আলম গাবতলীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ এই জনপদকে যারাই পদদলিত করেছে বাঙ্গালি তাদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে-শিমুল বিশ্বাস

স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির দশম তম দুর্গা প্রতিমার শুভ সূচনা

Reading Time: 2 minutes

শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
১৭ ই অক্টোবর, মঙ্গলবার, ঠিক সন্ধ‍্যা সাতটায়, কাঁকুড়গাছি ভিআইপি মার্কেট সন্নিকটে, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির, দশম তম দুর্গা প্রতিমার শুভ সূচনা হলো, বহুপ্রতিক্ষিত বাঙ্গালীদের বড় উৎসব আস্তে আস্তে জমে উঠেছে সমস্ত পূজা প্যান্ডেলে।, আর আজ শুভ সূচনার মধ্য দিয়ে এই প্রতিমারও শুভ উন্মোচন হয়ে গেল, দর্শক ও এলাকাবাসীর উপস্থিতিতে
উপস্থিত ছিলেন সবার কাছের মানুষ প্রিয় মানুষ মাননীয় বিধায়ক পরেশ পাল মহাশয়, এছাড়া উপস্থিত ছিলেন জি বাংলা সারেগামা খ্যাতো ছোট্ট সংগীত শিল্পী স্বর্ণাভ ঘোষাল, উপস্থিত ছিলেন রাঙা বউ খ্যাত শ্রুতি দাস, উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী শ্রীকুমার মিশ্র, গৌতম কর্মকার এবং সবার প্রিয় অতনু পাল, উপস্থিত ছিলেন ক্লাবের উদ্যোক্তা অমল হাজরা , এবং টিম মেকার ও আর্টিস্ট অতনু হাজরা ও সৌরভ এবং ক্লাবের সকল মহিলা বিন্দরা। শুভ সূচনা আগে, সুন্দর একটি মহিষাসুর মর্দিনী নৃত্যের মধ্য দিয়ে এবং শ্রুতি দাসের হাত দিয়ে এই প্রতিমার আবরণ উন্মোচন করেন ফিতে কাটার মধ্য দিয়ে এবং প্রদীপ প্রজননের মধ্য দিয়ে প্রতিমার উন্মোচন করলেন , এরপর একে একে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে এবং হাতে স্মারক ও পুষ্প স্তবক দিয়ে সম্মানিত করেন, এছাড়াও প্রায় ৫০ জনেরও বেশি অসহায় মানুষের হাতে বস্ত্র তূলে দিলেন বিধায়ক এর হাত ধরে, এই পুজো ছাড়াও, ক্লাবের সদস্যরা সারা বছর বিভিন্ন সামাজিক কাজ করলেও, পুজোর সময় এই সকল অসহায় মানুষদের হাতে প্রতিবারই কিছু বস্ত্র তুলে দেওয়ার চেষ্টা করেন ক্লাব কর্তৃপক্ষ।স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি প্রতি বছরই কিছু না কিছু থিমের মধ্য দিয়ে মানুষকে সজাগ করার চেষ্টা করেন এবারে দশম তম বর্ষেও মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য এমন একটি সিমের নামকরণ করেছেন যেখানে সবুজ বাচাও থেকে শুরু করে দূষণ ও আগেকার দিনের বাড়িগুলোন কে সংরক্ষিত করার বার্তাও এই থিমের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন তাই এবারের থিমের নামকরণ করেছেন,,,, অনাদরের রূপকথা,,, যেখানে একটা মানুষের বেঁচে থাকতে দরকার লাগে, তাহার পুরো চিত্রটি তুলে ধরেছেন এই স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি।ক্লাবের উদ্যোক্তা থেকে উপস্থিত অতিথীরা পর্যন্ত একটা কথাই বললেন, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি বরাবরই কিছু আর্ট কলেজের পড়াশোনা জানা ছেলেদের নিয়েই এই রকমের ভাবনা করে থাকেন এবং মানুষকে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করেন ,আর যে সকল ছাত্র-ছাত্রীরা এই ধরনের থিম গুলি নিজেদের হাতে তৈরি করে উপহার দেয়ার চেষ্টা করেছেন ও বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তবে শুধু আমরা বিচার করে বললেই হবে না, পূজা প্রেমী ও দর্শকরাও এই প্রতিমা পরিদর্শন করুন এবং থিমটি পরিদর্শন করুন, আপনাদের মতামতি ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে পারে, আরো অনেক দূরে।।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com