বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
২রা অক্টোবর সোমবার, সকালে ধর্মতলা মেয়ো রোডের সংযোগস্থলে , গান্ধী মূর্তির পাদদেশে, জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৪ তম জন্ম দিবস পালন করলেন সরকারের তরফ থেকে গান্ধী মূর্তিতে মাল্যদান করেন রাজ্যপাল এ বি আনন্দ বোস, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তারা গান্ধী মূর্তির পাদদেশে পুষ্পস্তবক দেন,মালদানের পর রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হলে, বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে থাকেন এবং রাজনৈতিক দিকও পর্যালোচনা করেন। এবং গান্ধীজীর বিভিন্ন নীতি তুলে ধরেন।জাতির জনক গান্ধীজি যেভাবে দেশ রক্ষা করে গেছেন এবং বিভিন্ন আইন করে গেছেন, দেশের জন্য নিজেকে সারা জীবন আত্মত্যাগ করেছেন, ইংরেজদের অত্যাচার সহ্য করেছেন, লবণ আইন থেকে শুরু করে, বিভিন্ন আন্দোলনে তিনি সফলতা লাভ করেছিলেন, কিন্তু আজ বিভিন্ন রাজনৈতিক দলগুলো, এই সকল আইন কে কাজে না লাগিয়ে সারাদেশে শুধু দুর্নীতিতে ভরিয়ে ফেলেছেন ডান্ডির পথ অনুসরণ করার থেকে দেশে স্বৈরাচারী কাজ বেশি ঘটছে, সারা দেশে অন্যায় অত্যাচার লুট এবং আত্মসাতে ভরে গেছে।সারা দেশে শুধু রাজনৈতিক আন্দোলন ,খুন খারাপি এবং পয়সার বিনিময়ে সমস্ত কিছু বিক্রি হয়ে যাচ্ছে। তাই আমরা মনে করি গান্ধীজীর আইন এবং গান্ধীজীর যে পথ চলা, এবং তাকে অনুসরণ করতে আমরা ভুলে গেছি, গান্ধী দেশের জন্য লড়ে গিয়েছেন দেশের জন্য প্রাণ দিয়েছেন আর সেই দেশ আজ বিভিন্ন রাজনৈতিক দলে জর্জরিত হয়ে পড়েছে।, বিভিন্নভাবে আইন ভঙ্গ করা হচ্ছে, আমাদের উচিত সেই সকল বীর যোদ্ধাদের আইন গুলো সামনে আনা এবং পথ অনুসরণ করা গান্ধী মূর্তির সামনে সকলের, প্রতিজ্ঞা করা উচিত দেশকে ভালোবাসা, হিংসাকে দূর করা, সমাজের মানুষদের একত্রিত করা।