শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী মহানগরীতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু-সহ গ্রেফতার ৮ জুড়ীতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ৮ পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামি গ্রেফতার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা রংপুর বিএনপি ও আহবায়ক সামুর ভাবমূর্তি ক্ষুন্ন করতে জোরপূর্বক ভিডিও ধারণ করে অপপ্রচারের অভিযোগ মামলার বাদির নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক কুষ্টিয়ার নিখোজ ২ এএসআই এর লাশ পদ্মা নদী থেকে উদ্ধার এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার মাদক কারবারী ডালিম আমরণ অনশনে রাবি আইন অনুষদের শিক্ষার্থীরা

২০১৪ প্রাইমারী টেট পাশ চাকুরী প্রার্থীরা ৫০০ দিনের ধর্ণায় অভিনব বিক্ষোভ

Reading Time: 2 minutes

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা :
১৪ ই জানুয়ারী রবিবার, একতা মঞ্চের উদ্যোগে,২০১৪ র প্রাইমারী টেট পাস চাকরীজিবীরা, মাতঙ্গিনী হাজরার পাদদেশ, ৫০০দিনের ধর্ণা মঞ্চে, অভিনব বিক্ষোভ দেখালেন ,মুখেকালী মেখে এবং রক্ত দিয়ে 500 দিন লিখে, পিঠে বেল্টের চাবুক দিয়ে আঘাত করে, মুখ্যমন্ত্রীকে ও শিক্ষা মন্ত্রীকে ধিক্কার জানালেন, তাদের একটাই দাবী আমাদের চাকরী চাই, দোষীদের শাস্তি চাই, সমস্ত যারা টাকার বিনিময় চাকরী পেয়েছে তাহাদের অবিলম্বে বহিষ্কার করে সেই সকল জায়গায় যোগ্য প্রার্থীদের চাকরী দিতে হবে, সমস্ত জায়গায় স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে।
আজকের এই অভিনব বিক্ষোভের মধ্য দিয়ে জানান ,এখনো মুখ্যমন্ত্রী কোন রকম সহানুভূতি নেই, আজকের এই বিক্ষোভ বাংলার লজ্জা, বিহারে সমস্ত জায়গায় চাকরী হচ্ছে ,সেখানে পশ্চিমবঙ্গে কেন চাকরী হচ্ছে না মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, আজকের বিক্ষোভের পর মুখ্যমন্ত্রী কোন রকম চাকুরীর ব্যবস্থা না করেন, আমরা আরো বৃহত্তর আন্দোলন করবো এবং বিক্ষোভ দেখাবো মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেছিলেন ,যে আমাদের চাকরি ধাপে ধাপে দেওয়া হবে ,আজও একজনও চাকরী পায় না ,আর কত ভাওতা দেবেন, আমরা ভাওতাই পা দেব না, হয় চাকরী নয় বিক্ষোভ, উনি আমাদের উপর কি অত্যাচার করেন, কি করতে পারেন , তাতে পারেন প্রশাসন দিয়ে আমাদেরকে জেলে ভরতে পারেন দেখব। আমরা রক্ত দিয়ে লিখে এবং বেল্টের আঘাতে আমরা এই দুর্দশা চিহ্ন এঁকে দিলাম, আজকের এই বিক্ষোভে মধ্য দিয়ে সবার চোখে অশ্রু নেমে আসে।
দুপুর তিনটে নাগাদ মাননীয় কমরেড মোঃ সেলিম ঘটনাস্থলে উপস্থিত হন, সাংবাদিকদের মুখোমুখি হলে বলেন, মে দেশে চোরেদের চাকরী, সে দেশে লড়াই করে চাকরী ছিনিয়ে নিতে হবে, এদেশের সোজা হাতে চাকরি পাওয়া যাবে না, দুর্নীতিগ্রস্ত রাজ্য গোটা দেশটাকে দুর্নীতিতে ভরে, ই ডি, সি বি আই দিয়ে কিছু হবে না, সেখানে মোদী এখানে দিদি, তার মাঝে ভাইপো,সোজা হাতে কিছু হবে না আন্দোলনের মধ্য দিয়ে ,আইনের মধ্য দিয়ে, ছিনিয়ে নিতে হবে, আর শত্রুদের বিনাশ করতে হবে, একে একে জেলে যাচ্ছে তাতেও লজ্জা হয় না, উপযুক্ত ছেলে মেয়েদের পথে বসিয়ে রেখেছে, তোমরা কেউ এ লড়াই থামাবে না। আমরা আছি তোমাদের পাশে, জয় তোমাদের হবেই, একদিন ঠিক সঠিক বিচার পাবে, আজ শুধু চাকরী প্রার্থীরাই নয় , করো বাবা-মা এবং কারো ছোটো ছোটো সন্তানেরা উপস্থিত ছিলেন সারাক্ষণ এই বিক্ষোভ মঞ্চে ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com