বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
১৯শে আগস্ট ও ২০শে আগস্ট এই দুই দিন একটি ফেস্টিভেলের মধ্য দিয়ে, দমদম মেঘমোল্লার নষ্টগোষ্ঠী ,তাদের কুড়ি বছরের কর্মকাণ্ডকে তুলে ধরেন এবং একটি নাটক মঞ্চস্থ করে মানুষের মন জয় করে নেন। বহু নাট্য প্রেমিক দর্শক, যেমন নাটক দেখার জন্য মঞ্চে ভীর করেছেন, তেমনি যে কর্মকাণ্ড নিয়ে এই নাট্যগোষ্ঠী কুড়িটি বৎসর পথ চলেছেন ,তাদেরকে উৎসাহিত করলেন।, তাই কুড়ি তম বর্ষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, ২০শে আগস্ট রবিবার বিকেল পাঁচটা থেকে শিশির মঞ্চ প্রেক্ষাগৃহে একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে গুণীজনদের সম্বর্ধনা জানিয়ে, নাটকটি মঞ্চস্থ করেন। নাটকটি, গৌতম চক্রবর্তী নির্দেশিত এবং দমদম মেঘমল্লার নাট্য গোষ্ঠী প্রযোজিত অমৃত পথ।এরপরে আরো একটি নাটক উপহার দেন , ব্যতিক্রমী নবগ্রাম প্রযোজিত ,ভাস্কর চক্রবর্তী নির্দেশিত বঙ্কুবাবুর বন্ধু।বিশেষ সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন,, নাট্য জগতের শিক্ষাগুরু এবং থিয়েটার জগতের সম্মানীয় ব্যক্তি অশোক মুখার্জি মহাশয়। উপস্থিত ছিলেন থিয়েটার জগতে অভিনেতা অসীম রায় চৌধুরী, উপস্থিত ছিলেন অভিনেতা দেবদূত ঘোষ, উপস্থিত ছিলেন থিয়েটার ও ফ্লিম জগতের পোস্টার ব্যানারে সারা বিশ্বে যার নাম ,একতা ভট্টাচার্য, এছাড়া উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী নাট্য বিভাগের শিক্ষক সিদ্ধার্থ চক্রবর্তী মহাশয়।, এই সকল গুণীজনদের উত্তরীয় পরিয়ে এবং হাতে একটি স্মারক দিয়ে সম্মানিত করলেন।
এই দমদম মেঘ মোল্লার নাট্যগোষ্ঠী, একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করেই তাদের পথ চলা এবং সামাজিক কাজে সেই সকল মানুষদের পাশে থাকা, যারা কুড়িটি বছর ধরে ক্যান্সারে আক্রান্ত মানুষদের পাশে থেকে এবং তাদের চিকিৎসা যাতে সঠিক পথে চলে, এবং চিকিৎসা ঠিক মত হয়, চিকিৎসা পদ্ধতি ঠিকমতো হয়, বিভিন্ন হসপিটালের ডাক্তারদের নিয়ে পরামর্শ করা থেকে শুরু করে কিভাবে এই সকল আক্রান্ত ক্যান্সার মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, সেই প্রচেষ্টাই করে চলেছেন। তাই তিনি খুব শীগ্রই একটি সেমিনার করতে চলেছেন, বিভিন্ন হসপিটালে ডাক্তারদের নিয়ে, যাতে এই সকল ক্যান্সার আক্রান্ত মানুষেরা সঠিক পথে চিকিৎসা করাতে পারে এবং তাদের সুযোগ সুবিধা গুলো যাতে পায় , এবং সুস্থ হয়ে জীবন যাপন করতে পারে ,তার প্রচেষ্টাকে সার্থক করার চেষ্টা করছেন, শুধু তাই নয়, এই নাট্যগোষ্ঠী তাহাদের যে নাটকটি মঞ্চে পরিবেশিত হচ্ছে,টিকিট বিক্রি করে , অর্থ উপার্জন করছেন, তার বেশ কিছুটা অংশ এই সকল মানুষদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, তাই উপস্থিত সকল অতিথিরা মাননীয় গৌতম চক্রবর্তী মহাশয় কে এবং তার নাট্যগোষ্ঠীর সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন বারবার।