বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শরিফ মিয়া জামালপুর: :
জামালপুরের ইসলামপুর পূজা উদযাপন পরিষদ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন অংকন কর্মকার। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে এ সংক্রান্ত একটি আবেদনপত্র ওই কমিটির সভাপতি ও বিভিন্ন স্থানে জমা দেন তিনি।
অংকন কর্মকার স্থানীয় সাংবাদিকদের জানান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ইসলামপুর শাখার দীর্ঘদিন যাবৎ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলাম। হঠাৎ আমার ব্যবসায়িক ও ব্যাক্তিগত নানাবিধ অসুবিধার জন্য দায়িত্ব পালন করা সম্ভব না। তাই আমি নিজের ইচ্ছায় অব্যাহতি নিলাম।
এবিষয়ে জানতে চাইলে ইসলামপুর শাখার পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি অমূল্য রতন পাল বলেন, অংকন কর্মকার বিষয়টি আমাকে মোবাইল ফোনে জানিয়েছে। তবে এখনো লিখিত পত্র পায়নি।