সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ শরফ মিয়া ইসলামপুর :
বাংলাদেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে । আর তাই সংক্রমণ প্রতিরোধে ১ জুলাই থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে ইসলামপুর উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। আজ ১ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে থানা মোড় বটতলা ও চাঙ্গামোড়ে চেকপোষ্ট বসিয়ে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ এছাড়া শহরের প্রধান সড়ক ও বাজার গুলোতে মহড়া চালিয়ে সর্তক করে যাচ্ছেন ইসলামপুর থানা পুলিশ । এসময় উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ভূমি রোকনুজ্জামান খান (রোকন) সেনাবাহিনী নিয়ে বিভিন্ন জায়গায় বাজার সহ রাস্তার মোড়ে হ্যান্ডমাইক দিয়ে সর্তক করে জনগনকে সর্বাত্নক লকডাউন মেনে চলার জন্য আব্বান জানান। পুলিশের মহড়াকালে ইসলামপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সুমন মিয়া জানান, সরকার কতৃক সর্বাত্নক লকডাউনে মানুষকে ঘরমুখি করতে কাজ করবে পুলিশ জনগনের উদ্যেশে তিনি বলেন, অযথা কেউ ঘরের বাহিরে বের হবেন না,জরুলি প্রয়োজনে ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।