বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সারাবাংলা ডেস্ক:
‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে উত্তাল জলপাইগুড়ি স্থানীয় এক বিজেপি কর্মীর কান কেটে নেওয়া হয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে।
আবির লাগিয়ে ‘জয় শ্রীরাম’ বলায় এক বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমুল কর্মীদের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মীর নাম সুভাষ রায়।আর এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের পরিনত হয়েছে জলপাইগুড়ির পাদ্রীকুঠি। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ বাহিনী। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। বিজেপি কর্মীদের অভিযোগ, স্থানীয় বিজেপি কার্যালয়ে চালানো হয়েছে ভাঙচুর। এমনকী, বিজেপি কর্মীদের মোটরসাইকেলও ভাঙা হয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। বিজেপি’র পক্ষথেকে স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী নিরোধ রায় সহ ১০জন স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করার পর গ্রেফতারের জন্য বাড়ি গিয়ে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়েছে পুলিশ। বিজেপি’র পক্ষ থেকে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার তৃণমূল নেতা কৃষ্ণ দাস ও প্রধান হেমব্রমের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। যদিও তৃণমূল এর পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে।বিজেপি জেলার সহ সভাপতি অলোক চক্রবর্তী অভিযোগ, পাদ্রীকুটি বাজারে দলীয় কার্যালয়ে দোল উৎসব পালন করা হচ্ছিল। সেখানেই এক পরিচিতকে বিজেপি কর্মী সুভাষ রায় কপালে আবিরের টিকা লাগিয়ে জয় শ্রীরাম ধ্বনি দেন বিজেপি কর্মী সুভাষ রায়। এরপরেই বিপত্তি ঘটে। যেই ব্যক্তির কপালে টিকা লাগানো হয় তাঁর সঙ্গে তৃণমূলের কয়েকজনের বচসা বাধে। অভিযোগ, এই ঘটনার কিছুক্ষণের মধ্যে স্থানীয় গ্রামপঞ্চায়েত সদস্যা মমতা রায়ের স্বামী নিরোধ রায় প্রায় ১৫০জন তৃণমূলকর্মীদের নিয়ে বিজেপি’র সংশ্লিষ্ট কার্যালয়ে হামলা চালায়৷ সেখানেই ধারালো অস্ত্র দিয়ে সুভাষের কানে আঘাত করা হয় । সুভাষের কানের একটা বড় অংশ কেটে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ । আহত বিজেপি কর্মী সুভাষ রায়কে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।